ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের হুমকি ঘিরে উত্তেজনা, জবাবে পাকিস্তানে চীনের ‘বাঁধ’ নির্মাণে কৌশল

প্রকাশিত: ১০:৩৭, ২০ মে ২০২৫; আপডেট: ১০:৪০, ২০ মে ২০২৫

ভারতের হুমকি ঘিরে উত্তেজনা, জবাবে পাকিস্তানে চীনের ‘বাঁধ’ নির্মাণে কৌশল

ছবি: সংগৃহীত

ভারতের পক্ষ থেকে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধের হুমকির প্রেক্ষাপটে দেশটির পানির নিরাপত্তা নিশ্চিত করতে মোহমান্দ বাঁধ নির্মাণকাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। বিষয়টি চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি'র এক প্রতিবেদনে উঠে এসেছে।

 

 

প্রতিবেদনে জানানো হয়, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ঘটনার পর ভারত বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করে। এই ঘটনার জবাবে পাকিস্তানের সঙ্গে কৌশলগত উন্নয়ন সহযোগিতায় থাকা চীন মোহমান্দ হাইড্রো পাওয়ার প্রকল্পে কাজের গতি বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ২০১৯ সাল থেকে এই বাঁধ নির্মাণে কাজ করছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং করপোরেশন। তারা জানিয়েছে, বর্তমানে প্রকল্পের কংক্রিট ভরাটের কাজ শুরু হয়েছে এবং দ্রুত সময়ে কাজ সম্পন্ন করাই এখন প্রধান লক্ষ্য।

 

 

 

মোহমান্দ বাঁধ প্রকল্পটি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং বহুমুখী ব্যবহারের উপযোগী করে তৈরি করা হচ্ছে। এটি সম্পন্ন হলে:

* ৮০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন হবে,
* প্রতিদিন ৩০ কোটি গ্যালন পানি সরবরাহ করা যাবে পেশোয়ার শহরে,
* বন্যা নিয়ন্ত্রণ ও কৃষিকাজে সেচ ব্যবস্থায় বড় অবদান রাখবে।

চীন ও পাকিস্তান যৌথভাবে আরও বহু অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে কাজ করছে, যার বড় একটি অংশ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর অন্তর্ভুক্ত। এতে শিল্প, কৃষি এবং জনগণের জীবনমান উন্নয়নে বড় বিনিয়োগ হচ্ছে।

 

 

এর পাশাপাশি, চীন-পাকিস্তান সহযোগিতার অন্যতম বড় উদাহরণ দিয়ামার-ভাশা বাঁধ প্রকল্প, যা অনেকেই পাকিস্তানের 'থ্রি গর্জেস' বলে উল্লেখ করছেন। এই প্রকল্পগুলো দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ধারণা বিশ্লেষকদের।
 

আঁখি

আরো পড়ুন  

×