ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ক্যান্সার আক্রান্ত জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৪, ২০ মে ২০২৫

ক্যান্সার আক্রান্ত জো বাইডেন

জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা ইতিমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। রবিবার তার দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, পরীক্ষা-নিরীক্ষায় তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। যা তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে ৮২ বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর শুক্রবার তাঁর প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সারে আক্রান্তের খবরে বার্তা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বাইডেনের দ্রুত এবং সফল আরোগ্য কামনা করেছেন ট্রাম্প। সামাজিক মাধ্যম টুথে ট্রাম্প লিখেছেন, ‘জো বাইডেনের সাম্প্রতিক ক্যান্সার নির্ণয়ের কথা শুনে আমি এবং মেলানিয়া দুঃখিত। বাইডেন ও তার পরিবারের প্রতি আমরা শুভকামনা জানাই এবং জো-এর দ্রুত এবং সফল আরোগ্য কামনা করি।’

আরো পড়ুন  

×