
ছবিঃ সংগৃহীত
বলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী এবার আইনি জটিলতায়। ব্রিহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) তার নামে একটি শোকজ নোটিশ জারি করেছে। অভিযোগ, তিনি মালাডের মাধ এলাকার এরাংলি গ্রামে একটি অনুমোদনহীন স্থাপনা নির্মাণ করেছেন।
ফ্রি প্রেস জার্নাল-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (MMC) আইনের ৩৫১(১এ) ধারায় ১০ মে তারিখে মিঠুন চক্রবর্তীকে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে ৭ দিনের মধ্যে ওই নির্মাণকাজের বৈধতা সম্পর্কে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
BMC কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে উক্ত স্থাপনাটি “মালিকের ঝুঁকিতে” ভেঙে ফেলা হবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে।
সূত্রঃ টাইমস এন্টারটেইনমেন্ট
ইমরান