ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

অপারেশন সিদুর নিয়ে জয়শঙ্করকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে প্রশ্ন রাহুলের, পানি ইস্যুতে পাকিস্তানের হুমকি

প্রকাশিত: ২০:৩৪, ১৯ মে ২০২৫; আপডেট: ২০:৩৫, ১৯ মে ২০২৫

অপারেশন সিদুর নিয়ে জয়শঙ্করকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে প্রশ্ন রাহুলের, পানি ইস্যুতে পাকিস্তানের হুমকি

ছবিঃ সংগৃহীত

অপারেশন সিদুর নিয়ে আবারও কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করকে প্রশ্নবানে বিদ্ধ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, পাকিস্তানকে আগে থেকে জানানো ভারত কতটি যুদ্ধবিমান হারিয়েছে, তার কৈফিয়ত কোথায়? একে ‘অপরাধ’ আখ্যা দিয়ে রাহুল বলেন, জয়শঙ্করের নীরবতা প্রমাণ করে যে এমন একজন পররাষ্ট্রমন্ত্রী দেশের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারেন। তবে এমন অভিযোগ নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে পানি ইস্যুতে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুশিয়ারি দিয়ে বলেন, কেউ যেন পাকিস্তানের ২৪ কোটি মানুষের পানি বন্ধ করার সাহস না করে। তিনি বলেন, এমন কিছু হলে বিশ্ব তার ভয়ঙ্কর পরিণতি দেখবে এবং সেই যুদ্ধ বছরের পর বছর চলবে।

চলমান উত্তেজনার মধ্যেই চীন সফরে গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এই তিন দিনের সফরে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে। এর আগে, কাশ্মীরে হামলা ও অপারেশন সিদুরের পরবর্তী প্রতিক্রিয়ায় চীন প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে দুই দেশের ‘আয়রন ব্রাদারহুড’ সম্পর্ক পুনর্ব্যক্ত করে।

অন্যদিকে, পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিয়ে অমৃতসরের গোল্ডেন টেম্পলে প্রদর্শনী আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। ৮ মে পাকিস্তান থেকে ছোড়া একাধিক চীনা ও তুর্কি ড্রোন, AEW রকেট এবং PLO ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে ভারত। সামরিক বাহিনী জানায়, অত্যাধুনিক এয়ার ডিফেন্স ব্যবস্থার মাধ্যমে সেগুলো প্রতিহত করা হয়েছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/Jn9gueYuaUg?si=GO6U_b7kTTFOMGPk

মারিয়া

আরো পড়ুন  

×