
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক সুজন আহমেদ একটি ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, আওয়ামী লীগের বর্তমান রাজনীতির অন্যতম প্রধান কৌশল হয়ে উঠেছে গুজব ছড়ানো। তিনি একে আখ্যায়িত করেছেন "কুমড়ু পঠাস গুজব" নামে। তার মতে, গুজবই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় হাতিয়ার।
সুজন সুজন আহমেদের দাবি, সম্প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় ওয়েবসাইটে প্রচার করা হয়েছে যে, তাদের কেন্দ্রীয় কার্যালয় দখলমুক্ত করা হয়েছে। তবে বাস্তব চিত্রের সাথে এই দাবির কোনো মিল পাওয়া যাচ্ছে না। বরং এই তথাকথিত দখল পুনরুদ্ধারের খবরে বিভ্রান্ত হয়ে গুলিস্তানে দলীয় কার্যালয়ের সামনে মিছিল করতে গিয়ে অন্তত ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার হতে হয়েছে।
তিনি আরও জানান, আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে যে ছবিটি পোস্ট করা হয়েছে, সেটি পুরনো ছবি। মিছিলের কোনো ভিডিও প্রমাণ এখনো তাদের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। যদিও গতকাল বিভিন্ন স্থানে স্বল্প সময়ের জন্য ঝটিকা মিছিলের আয়োজন করা হয়, তবে সেগুলোর ধরন ছিল বিশৃঙ্খল এবং অগোছালো। অনেক মিছিল দেখে মনে হয়েছে, অংশগ্রহণকারীরা যেন দ্রুতগতিতে কোথাও ছুটে যাচ্ছেন — যেন কোনো জরুরি পরিস্থিতি!
সুজন সুজন আহমেদের মতে, এসব গুজবের মাধ্যমে সাময়িক উত্তেজনা তৈরি করে মাঠপর্যায়ের কর্মীদের বিপদে ফেলে দিচ্ছেন দলের শীর্ষ নেতারা। তিনি সতর্ক করে বলেন, "লীগের ভাই বেরাদারগণ, আপনারা হয়তো জানেন না, আপনাদের নেতারা ইতোমধ্যে বিদেশে জীবন গুছিয়ে নিচ্ছেন। আর আপনারা তাদের গুজবে বিশ্বাস করে রাস্তায় নামলে হয় পুলিশের হাতে আটক হবেন, নয়তো সাধারণ মানুষের রোষানলে পড়বেন। চয়েস আপনারাই করবেন।"