ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বৈষম্য বিরোধী আন্দোলনের দুই শহিদের কবর জিয়ারতে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ০০:২৫, ২০ মে ২০২৫; আপডেট: ০০:২৭, ২০ মে ২০২৫

বৈষম্য বিরোধী আন্দোলনের দুই শহিদের কবর জিয়ারতে জেলা প্রশাসক

ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনের শহিদ সাব্বির ও জসিম ফকিরের কবর জিয়ারত করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার হিজলা মাঠপাড়া ও চরচিংগড়ী গ্রামে তিনি তাঁদের কবর জিয়ারত করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, থানার অফিসার ইনচার্জ এস. এম. শাহাদাৎ হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সাদ্দাম হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম ওয়াদুদ খন্দকার, বাগেরহাট জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রহমত শেখ, সংগঠক শিহাব মুন্সি, হাসান শেখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান চিতলমারী উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় করেন। এ সময় তিনি তথ্য অধিকার, ওয়েব পোর্টাল, শুদ্ধাচার, সিটিজেন চার্টার, বার্ষিক কর্ম-পরিকল্পনাসহ ভোগান্তিবিহীন জনসেবা স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

এর আগে তিনি কাটিপাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মা ও শিশু সহায়তা কর্মসূচির উঠান বৈঠক পরিদর্শন করেন। এছাড়া সন্তোষপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং থানা পরিদর্শন করেন।

মারিয়া

×