
ছবি: জনকণ্ঠ
দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্ম বইসদাই ডটকম-এর উদ্যোগে আয়োজিত হলো “বইসদাই বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫” অনুষ্ঠান। এতে বেস্টসেলার লেখক হিসেবে সম্মাননা পেয়েছেন দেশের তরুণ প্রজন্মের প্রিয় কনটেন্ট ক্রিয়েটর, লেখক ও ডিজিটাল প্রশিক্ষক রবিন রাফান।
সোমবার (১৯ মে) গুলশানে বইসদাই ডটকমের হেড অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রবিন রাফানের লেখা দুটি আলোচিত ও বহুল বিক্রিত বই “ক্রিয়েটিভ কনটেন্ট ও সফল ক্যারিয়ার” এবং “ভবিষ্যতের ফ্রিল্যান্সিং: প্রশিক্ষণ থেকে সাফল্য”-এর জন্য এই সম্মাননা প্রদান করা হয়।
দুটি বইই বর্ষাদুপুর/স্টুডেন্টওয়েজ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ। প্রকাশের পর থেকেই বই দুটি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে এবং বইসদাই ডটকমে বেস্টসেলার বই হিসেবে শীর্ষস্থানে রয়েছে।
“ক্রিয়েটিভ কনটেন্ট ও সফল ক্যারিয়ার” বইটিতে কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা ও অনলাইন ক্যারিয়ার গঠনের বিষয়ে বাস্তবভিত্তিক গাইডলাইন দেওয়া হয়েছে। এটি কনটেন্ট নির্মাতা, ডিজিটাল উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনায় যুক্ত সবার জন্য একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স। বইটি ইতোমধ্যেই সপ্তম এডিশনে পৌঁছেছে এবং ফেব্রুয়ারি ২০২৫ থেকে প্রতিদিনই বেস্টসেলার তালিকায় রয়েছে।
অন্যদিকে, “ভবিষ্যতের ফ্রিল্যান্সিং: প্রশিক্ষণ থেকে সাফল্য” বইটি ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী নতুনদের জন্য একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। এতে ভবিষ্যতের চাহিদাসম্পন্ন স্কিল, সঠিক প্রশিক্ষণ গ্রহণের কৌশল এবং সফল ক্যারিয়ার গঠনের উপযোগী তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এটি বর্তমানে বইসদাই ডটকমে দ্বিতীয় বেস্টসেলার বই হিসেবে স্বীকৃত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষাদুপুর/স্টুডেন্টওয়েজ পাবলিকেশনের কর্ণধার মাসফিক তন্ময়, বইসদাই ডটকমের ম্যানেজার (সেলস ও অপারেশন) হাসানুল হক পায়েল এবং অন্যান্য বিশিষ্টজন।
রবিন রাফান শুধু একজন কনটেন্ট ক্রিয়েটরই নন—তিনি লেখক, AI প্রশিক্ষক, সামাজিক সচেতনতা প্রচারক এবং তরুণদের ডিজিটাল রূপান্তরের পথপ্রদর্শক। তিনি প্রমাণ করেছেন, জ্ঞানভিত্তিক কনটেন্ট ও প্রযুক্তিকে একত্রে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি বর্তমানে RobinRafan Academy-এর প্রতিষ্ঠাতা, যেখানে ইতিমধ্যে ১৪টি দেশের ২২০০+ শিক্ষার্থী অংশ নিয়েছেন তার AI মাস্টারক্লাস ও ডিজিটাল প্রশিক্ষণ প্রোগ্রামে।
২০২৫ সালের মে মাসে তিনি অর্জন করেন “কিডলন-পাওয়ার্ড ৪র্থ বাইফা অ্যাওয়ার্ড”-এ বেস্ট কনটেন্ট ক্রিয়েটর খেতাব, যা তার দীর্ঘদিনের সৃষ্টিশীলতার মূল্যায়ন হিসেবে বিবেচিত।
এই স্বীকৃতি প্রসঙ্গে রবিন রাফান বলেন, “এই অর্জন কেবল আমার নয়। এটি আমার সকল পাঠক, শিক্ষার্থী ও অনুরাগীদের যারা আমার কাজের সঙ্গে ছিলেন। আমি সবসময় চেয়েছি জটিল বিষয়গুলো সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে। এই অ্যাওয়ার্ড আমাকে আরও দায়িত্ববান করে তুলবে।”
এই দুই বইয়ের অব্যাহত সাফল্য এবং বইসদাই অ্যাওয়ার্ড ২০২৫-এর মাধ্যমে রবিন রাফান আবারও প্রমাণ করলেন। ডিজিটাল কনটেন্ট, জ্ঞানভিত্তিক লেখালেখি ও শিক্ষা-নির্ভর কনটেন্ট নির্মাণে বাংলাদেশের তরুণদের মধ্যে বিশাল সম্ভাবনা রয়েছে। বইসদাই ডটকমের এই উদ্যোগ নতুন লেখকদের অনুপ্রেরণা জোগাবে এবং ডিজিটাল যুগে শিক্ষাকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জারিফ/শহীদ