ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আসন্ন কোরবানীর ঈদে মহাসড়কের পাশে কোন গরুর হাট বসবে না

ফরিদপুর ‌জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত 

অভিজিৎ রায়, ফরিদপুর 

প্রকাশিত: ২১:৩১, ১৯ মে ২০২৫

আসন্ন কোরবানীর ঈদে মহাসড়কের পাশে কোন গরুর হাট বসবে না

ফরিদপুর ‌জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৯ মে) সোমবার সকালে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় বক্তব্য রাখেন  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, পুলিশ সুপার (হাইওয়ে পুলিশ)  সীমা রানী সরকার, ফরিদপুর টিটিসির অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান, বিআরটিএ ফরিদপুর সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক, ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম সিদ্দিকীসহ অন্যান্য  ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন " আসন্ন কুরবানীর ইদে ফরিদপুরে মহাসড়কের পাশে কোনো গরুর হাট বসতে দেয়া যাবে না। ইদের পূর্বে বাসের অতিরিক্ত ভাড়া আদায় করতে দেয়া হবে না। ফরিদপুর বাস মালিক সমিতি এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশা কারা যায়। 

সারা দেশের পরিবহন ব্যবস্থার সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুরেও সেই সিদ্ধান্ত বলবৎ থাকবে। ফরিদপুর বাস টার্মিনালে অবৈধ কোনো স্থাপনা থাকলে তা উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে। ফরিদপুর মাদকমুক্ত টার্মিনাল গড়ে তোলা হবে। মাদারীপুর ও রাজবাড়ীতে হাইওয়েতে অনেক ক্ষেত্রে পণ্যবাহী পরিবহনে ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফরিদপুরে হাইওয়েতে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

বক্তারা বলেন  অবৈধ ফিটনেস বিহীন গাড়ি শনাক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা যেতে পারে। এছাড়া হাইওয়েতে ফিটনেস বিহীন গাড়ির সংখ্যা অনেক।হাইওয়েতে অধিকাংশ ক্ষেত্রে গতি সীমার উপরে গাড়ি চালানো হয় যার ফলে গাড়ি অনেকাংশে দুর্ঘটনার স্বীকার হয়। পাশাপাশি ফরিদপুরের হাইওয়ের পাশে অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ করা হবে। নিষিদ্ধ যানবাহনগুলোকে কোনোভাবেই হাইওয়েতে চলতে দেয়া যাবে না।হাইওয়েতে থ্রি হুইলার ও সিএনজি বন্ধ করতে পারলে দুর্ঘটনা অনেকাংশে কমবে ‌। এছাড়া কোনরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে দ্রুত  পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য রেসপন্স টীম কাজ করবে বলে সভায় জানানো হয়।

নোভা

×