ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কলেজ ছাত্রী মিতার রহস্যজনক মৃত্যু: সড়ক দুর্ঘটনা নাকি অন্যকিছু?

সৌরাভ হোসেন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ফেনী

প্রকাশিত: ২১:৩৬, ১৯ মে ২০২৫

কলেজ ছাত্রী মিতার রহস্যজনক মৃত্যু: সড়ক দুর্ঘটনা নাকি অন্যকিছু?

ছবি: সংগৃহীত

ফেনীতে মিতা রাণী নাথ (১৯) নামে এক মেয়ের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় শনিবার বিকালে সড়ক দুর্ঘটনায় ফুলগাজী সরকারি কলেজ ছাত্রী মিতার মৃত্যু হয় বলে জানা গেলে ও পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন উক্ত স্থানে কোন সড়ক দুর্ঘটনা ঘটেনি।

নিহত মিতার পরিবারের পক্ষ থেকে জানা যায়, শনিবার বিকাল ৫ টার প্রতিদিনের মত প্রাইভেট পড়তে বের হয় ফেনী জেলার ফুলগাজী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মিতা রাণী নাথ। ঘটনার দিন সে বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বের হয়ে আর ফেরেনি, রাত সাড়ে ৯ টায় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। মিতা সড়ক দুর্ঘটনায় যে জায়গায় আহত হয় সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তার বন্ধু মিতাকে ফেনী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে সেখানে রাতেই তার মৃত্যু হয়। আহত অবস্থায় মিতার বন্ধু অজয় সাহা তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পরে সে হাসপাতাল থেকে চলে যায় তার আর খোঁজ পাওয়া যায়নি।

হাসপাতালের চিকিৎসকেরা জানান, মিতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা মোড়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছে। এরপর তাকে হাসপাতালে আনা হয় এবং জরুরি বিভাগে ভর্তি করা হয়। ফেনী জেনারেল হাসপাতালের রেজিস্ট্রারের খাতায় ওই মিতার বন্ধুর পরিচয় দেওয়া ব্যক্তির তার নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি।

নিহত মিতার বড় বোন পূজা দেবনাথ জানান, আমি কিছুই বুঝতে পারছি না। মিতাকে কেউ হত্যা করেছে কিনা বুঝতে পারছি না। মিতার প্রাইভেট পড়তে যাওয়ার কথা ছিল, কিন্তু সে খাইয়ারা কিভাবে গেল, সে তো বাসা থেকেই কোথাও যায় না তাহলে কিভাবে খাইয়ারা গেল। কিভাবে সড়ক দুর্ঘটনার শিকার হলো কে বা কারা তাকে খাইয়ারা এলাকায় নিয়ে গেল, কেন মোটরসাইকেলে উঠলো? এসব প্রশ্নের কোন‌ উত্তর তিনি কিছুই জানেন না।   

উক্ত মিতার মৃত্যুর ঘটনার বিষয়ে ফেনী মডেল থানা পুলিশ জানিয়েছে, তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে খাইয়ারা এলাকায় কোনো সড়ক দুর্ঘটনার খবরের সত্যতা খুঁজে পায়নি। এত বড় দূর্ঘটনা হলে সবার জানার কথা কিন্তু স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা ও এ বিষয়ে কিছুই জানেন না, উক্ত স্থান ও এর আশপাশের সব জায়গায় খোঁজ নিয়ে জানা যায় এখানে কোন সড়ক দুর্ঘটনা ঘটেনি।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

আসিফ

×