ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ইশরাকের পক্ষে সড়কে সমর্থকদের ঢল, নগর ভবন ঘিরে উত্তেজনা!

প্রকাশিত: ১৩:৫৪, ১৯ মে ২০২৫

ইশরাকের পক্ষে সড়কে  সমর্থকদের ঢল, নগর ভবন ঘিরে উত্তেজনা!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বৈধ মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয়েছেন তার শত শত সমর্থক। সোমবার (১৯ মে) তারা নগর ভবনে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন, যা চলবে বেলা ৩টা পর্যন্ত।

ইশরাক হোসেনের সমর্থকেরা জানান, সকাল ১১টা থেকে নগর ভবন ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন। এর ফলে নগর ভবনের কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগেই গত বুধবার (১৪ মে) থেকে চলমান অবস্থান কর্মসূচির কারণে ডিএসসিসির স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। তবে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে।

এ সংক্রান্ত গেজেট নির্বাচন কমিশন প্রকাশ করে ২৭ এপ্রিল। কিন্তু গেজেট প্রকাশের পরও এখনো ইশরাকের শপথ অনুষ্ঠান হয়নি, যা ঘিরে বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ।

আফরোজা

আরো পড়ুন  

×