
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একজন বড় ভাই হিসেবে কোকোর মতো ভাইকে নিয়ে গর্ববোধ করাই স্বাভাবিক। ক্রীড়াক্ষেত্রে তার আন্তরিকতা ও অবদানের স্মৃতি এখনও অনেকের হৃদয়ে গেঁথে আছে।
রবিবার (১৮ মে) রাতে লন্ডনের এক অনুষ্ঠানে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘একজন বড় ভাই হিসেবে ছোট ভাইকে নিয়ে গর্ব করার যেসব গুণ থাকা উচিত, সবগুলোই আমার ছোট ভাই আরাফাত রহমান কোকোর মধ্যে ছিল।’
তারেক রহমান বলেন, ‘আমি রাজনীতির সঙ্গে জড়িত, আর কোকো ছিল ক্রীড়াঙ্গনের মানুষ। সে নিজ অবস্থান থেকে দেশের খেলাধুলার জন্য যা কিছু সম্ভব, তা করার চেষ্টা করেছে। তার প্রতিটি চেষ্টার পেছনে ছিল একান্ত আন্তরিকতা।’
তিনি আরও বলেন, ‘আজকের অনুষ্ঠানে যারা কোকোকে নিয়ে কথা বলেছেন, তাদের প্রতিটি বক্তব্যই প্রমাণ করে যে কোকো জীবদ্দশায় অনেক ভালো কাজ করে গেছে। এসব কথা শুনে একজন বড় ভাই হিসেবে আমি সত্যিই গর্বিত।’
অনুষ্ঠানজুড়ে ছিল আবেগঘন পরিবেশ। বক্তৃতার শেষভাগে তারেক রহমান বলেন, ‘একজন ছোট ভাইয়ের মাঝে বড় ভাইকে গর্বিত করার মতো যত গুণ থাকা উচিত, তার সবই কোকোর মধ্যে ছিল। তার স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।’
আফরোজা