ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ক্ষমতা এবং স্বচ্ছতা বাংলাদেশে একটা আরেকটার শত্রু: রেজাউল করিম রনি

প্রকাশিত: ০০:৩৯, ১৯ মে ২০২৫

ক্ষমতা এবং স্বচ্ছতা বাংলাদেশে একটা আরেকটার শত্রু: রেজাউল করিম রনি

ছবিঃ সংগৃহীত

ক্ষমতা ও স্বচ্ছতা বাংলাদেশে একে অপরের শত্রু—এমন মন্তব্য করেছেন জবান ম্যাগাজিনের চিন্তক ও সম্পাদক রেজাউল করিম রনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশগ্রহণ করে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম রনি বলেন, “বাংলাদেশে যার হাতে ক্ষমতা যায়, সে স্বচ্ছতা পছন্দ করে না। কিন্তু স্বচ্ছতা না থাকলে ক্ষমতাও টেকসই হয় না। যখন কোনো সরকার দায়িত্বে থেকে ক্ষমতা প্রদর্শন করতে যায়, তখনই স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হয়। অথচ স্বচ্ছতাটা জরুরি, কারণ অভ্যুত্থানের যে ঐক্য—সেটাই তার ম্যান্ডেট বা বৈধতা, যেটাই বলি না কেন।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের ঐক্য যেসব কাজের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, সেসব করলেই সরকার বিপদে পড়ে। বাংলাদেশে রাজনীতি করতে হলে অবশ্যই রাজনীতিকে রাজনীতির জায়গা থেকে দেখতে হবে। রাজনীতিকে যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখা হয়, তবে তার পরিণতি ভয়াবহ হবে। বাংলাদেশে অবশ্যই রাজনীতি প্রয়োজন।”

সূত্রঃ https://www.youtube.com/live/Bo1Zz0-iemc?si=Tb5mm4jReA8dqf6-

ইমরান

আরো পড়ুন  

×