ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করায় স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলা

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ বরিশাল

প্রকাশিত: ২১:২৪, ১৮ মে ২০২৫; আপডেট: ২১:২৬, ১৮ মে ২০২৫

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করায় স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলা

প্রতীকী ছবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করায় স্বেচ্ছাসেবক দলের নেতার হাসান সিকদার( বিপ্লব) ও তার এসএসসি পরীক্ষার্থী ছেলে শোভন এর ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত নেতা হাসান সিকদার (বিপ্লব) ও তার আহত ছেলে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হাসান সিকদার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। বর্তমানে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পদে রয়েছেন। 

১৮ মে (রবিবার) দেড়টায় গারুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা শেষে স্বেচ্ছাসেবক দল নেতা হাসান সিকদার ও তার ছেলে শোভন বাড়িতে ফিরছিলেন। তখন তাদের উপর পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। 

হাসান সিকদারের আহত ছেলে শোভন জানান, আজ আমার এসএসসি পরীক্ষা শেষ করে গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার পথে  আশ্রাফ মৃধা দুই ছেলে মারুফ, সানিসহ বেশ কয়েকজন আমাদের উপর হামলা চালায়। হামলায় আমার বাবা আহত হয়ে রাস্তায় শুয়ে পড়লে তারা আমার বাবাকে অটো রিক্সার তলে চাপা দেওয়ার চেষ্টা করে।  

হাসান সিকদার জানান, গত ২০২২ সালের ২৭ আগস্ট বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিতে গারুরিয়া ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করে।ওইদিন বিকেল ৫ টার সময় বিএনপির ২৫০-৩০০ জন নেতা-কর্মী গারুড়িয়া ইউনিয়নের দেলোয়ার হোসেন হাওলাদারের বাড়ির সামনে জড়ো হলে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বিএনপি'র নেতৃবৃন্দের উপর হামলা চালায় ওই হামলায় বিএনপি ৩০ জনের বেশি নেতা কর্মী আহত হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ওই ঘটনায় কোন মামলা হয়নি। এরপর গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে। গত বছর (৭ নভেম্বর) রাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি গারুড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জুলফিকার হায়দার সম্প্রতিক সময়ে গ্রেপ্তার হয়ে জেল হাজত থেকে বের হয়েছে। ওই মামলায় জুলফিকার হায়দার জামিনে এসে তার লোকজন দিয়ে আজ আমার উপর অতর্কিত হামলা চালিয়েছে। যে হামলা আমিও আমার ছেলে গুরুতর আহত হয়ে মেডিকেলে চিকিৎসা দিন রয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার দাবি জানায় স্বেচ্ছাসেবক দলের এই নেতা হাসান শিকদার। 

স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যদিকে, আওয়ামী লীগের স্থানীয় নেতারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ হতে পারে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আমরা লিখিত অভিযোগ এখনো পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোভা

আরো পড়ুন  

×