ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

গর্ভকালীন জটিলতার মাঝেই যমজ সন্তানের জন্ম দিলেন লিটল মিক্স তারকা জেসি নেলসন

প্রকাশিত: ০৪:৪২, ১৯ মে ২০২৫; আপডেট: ০৪:৪৩, ১৯ মে ২০২৫

গর্ভকালীন জটিলতার মাঝেই যমজ সন্তানের জন্ম দিলেন লিটল মিক্স তারকা জেসি নেলসন

ছবি: সংগৃহীত

প্রাক্তন লিটল মিক্স সদস্য জেসি নেলসন যমজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তার ও প্রেমিক সায়ন ফস্টারের এই সন্তানরা সময়ের অনেক আগেই পৃথিবীর আলো দেখে। দীর্ঘদিন হাসপাতালে কাটিয়ে অবশেষে জন্ম দিলেন দুই কন্যারওশেন জেড নেলসন-ফস্টার ও স্টোরি মনরো নেলসন-ফস্টার।

ইনস্টাগ্রামে ১৮ মে এক আবেগঘন পোস্টে জেসি লেখেন, ‘আমাদের দুই অপরূপ কন্যাশিশু এসেছে ৩১ সপ্তাহ ৫ দিন বয়সে। সব কিছু এত দ্রুত ঘটে গেল! তবে আমরা কৃতজ্ঞ যে তারা সুস্থভাবে আমাদের মাঝে এসেছে এবং দারুণভাবে লড়াই করে যাচ্ছে। এর আগে কখনো এতটা ভালোবাসা অনুভব করিনি।’

জানা গেছে, জেসি মার্চ মাস থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকরা জানায়, তার গর্ভে থাকা যমজ সন্তানরা মনোকোরিওনিক-ডায়ামনিওটিক ধরনের, অর্থাৎ তারা একই প্লাসেন্টা শেয়ার করছিল, যা অনেক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে।

ইনস্টাগ্রামে ৫ মার্চ এক ভিডিও বার্তায় জেসি জানান, ‘এই ধরণের যমজ গর্ভাবস্থায় একটি শিশু অন্যটির থেকে সব পুষ্টি নিয়ে নিতে পারে, ফলে দুজনেরই প্রাণহানির আশঙ্কা থাকে। আমি তখন প্রি-স্টেজ টুইন-টু-টুইন ট্রান্সফিউশন সিনড্রোম (TTS)-এ ছিলাম।’

পরিস্থিতি আরও খারাপ হলে জেসিকে হাসপাতালে রেখে একটি অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জীবন রক্ষার চেষ্টা করা হয়। ৮ মার্চ এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘এই প্রক্রিয়াটা প্রয়োজনীয় ছিল, কারণ এটি আমাদের শিশুদের বেঁচে থাকার সেরা সুযোগ দিচ্ছে।’

৩০ মার্চ এক ইতিবাচক বার্তায় জেসি বলেন, ‘অপারেশন সফল হয়েছে এবং TTS দূর হয়েছে। এটা একেবারেই অবিশ্বাস্য।’

২০২১ সালে গ্ল্যামার ইউকে’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেসি বলেছিলেন, তিনি ‘শিশুপ্রেমী নন’। সেই সাক্ষাৎকারের একটি অংশ শেয়ার করে এবার নিজের মা হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন, যেখানে তিনি হাস্যরসের সঙ্গে লিখেছেন, ‘That aged well!’

প্রসঙ্গত, ২০২০ সালে লিটল মিক্স ত্যাগ করেন জেসি নেলসন। এরপর থেকে সঙ্গীতের বাইরে ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিচ্ছেন তিনি। সায়ন ফস্টারের সঙ্গে তার সম্পর্ক শুরু হয় ২০২২ সালের দিকে।

লিটল মিক্স-এর অন্যান্য সদস্যরাও পরিবারের নতুন সদস্যদের স্বাগত জানিয়েছেন। পেরি এডওয়ার্ডস ও লি-অ্যান পিনকক ২০২১ সালে মা হন। পেরির ছেলে অ্যাক্সেল (৩) ও লি-অ্যানের যমজ কন্যাশিশুরাও বর্তমানে তিন বছর বয়সী।

 

সূত্র: https://www.facebook.com/share/1AWPqXQch7/

রাকিব

×