ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের বিরুদ্ধে আরও একটি কঠোর পদক্ষেপ নিলো পাকিস্তান

প্রকাশিত: ১৩:১৩, ১৯ মে ২০২৫

ভারতের বিরুদ্ধে আরও একটি কঠোর পদক্ষেপ নিলো পাকিস্তান

ছবি: সংগৃহীত।

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক। হামলার জেরে শুরু হওয়া পাল্টাপাল্টি পদক্ষেপের ধারাবাহিকতায় পাকিস্তান ভারতের জন্য আকাশসীমা আরও এক মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ভারতীয় বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলছে।

গত মাসে ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় একাধিক প্রাণহানি ঘটে। এর জবাবে ভারত ২৩ এপ্রিল পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। পরদিনই পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ভারতীয় বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAA) জানিয়েছে, ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে। জিও নিউজ ও দ্য নিউজের প্রতিবেদন অনুসারে, আগামী সপ্তাহেই এ সংক্রান্ত নতুন NOTAM (Notice to Airmen) জারি করবে পাকিস্তান।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) নিয়ম অনুযায়ী, কোনো দেশ একটানা এক মাসের বেশি সময় আকাশসীমা বন্ধ রাখতে পারে না। সে কারণেই পাকিস্তান প্রতি মাসে নতুন নোটিশ জারি করে মেয়াদ বাড়াচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভারতের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। কারণ প্রতিদিন গড়ে ২০০-৩০০ ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আমেরিকার দীর্ঘ রুটে চলাচল করে। এখন এসব বিমানকে বিকল্প রুট দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হচ্ছে, যার ফলে জ্বালানি খরচ ও যাত্রা সময়—দুটোই বেড়ে গেছে।

এমনকি আকাশসীমা বন্ধ হওয়ার পরপরই এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইট মাঝপথে ব্যয়বহুল স্টপ করতে বাধ্য হয়। উদাহরণস্বরূপ, টরন্টো-দিল্লি ফ্লাইট অবতরণ করেছে কোপেনহেগেনে এবং লন্ডন ও প্যারিস থেকে আসা ফ্লাইটগুলো থেমেছে আবুধাবিতে।

অন্যদিকে পাকিস্তানের উপর এর প্রভাব তুলনামূলকভাবে অনেক কম। কারণ দেশটির পূর্বমুখী মাত্র একটি ফ্লাইট এই বিধিনিষেধে আংশিকভাবে প্রভাবিত হচ্ছে।

১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরও পাকিস্তান একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। এবারও সেই পূর্বাপর চিত্রই ফিরে এসেছে।

বিশ্লেষকরা মনে করছেন, আকাশসীমা বন্ধ সংক্রান্ত এই পাল্টাপাল্টি সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে। এরই মধ্যে বাতিল হয়েছে ঐতিহাসিক সিন্ধু জল চুক্তি, যা ভারত-পাকিস্তান সম্পর্কের দীর্ঘস্থায়ী ভিত্তির অন্যতম স্তম্ভ ছিল।

নুসরাত

×