ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

হঠাৎ কেনো ইউরোপ সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৪:৩০, ১৯ মে ২০২৫; আপডেট: ১৪:৩৫, ১৯ মে ২০২৫

হঠাৎ কেনো ইউরোপ সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর নেদারল্যান্ডস, ডেনমার্ক ও জার্মানি সফরে যাচ্ছেন। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার (১৮ মে) এক বিবৃতিতে জানিয়েছে, ছয় দিনের এই সফর ১৯ মে থেকে ২৪ মে পর্যন্ত চলবে।

এই সফরকে ভারত ও ইউরোপীয় প্রধান অংশীদারদের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী তিন দেশের শীর্ষ নেতৃবৃন্দ এবং পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ পরিসর ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

সফরের আরও বিস্তারিত তথ্য, দ্বিপাক্ষিক চুক্তি ও ফলাফল সংক্রান্ত তথ্য যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: https://shorturl.at/KWVsZ

মিরাজ খান

×