ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

খান ইউনিসে ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি কমান্ডার নিহত

প্রকাশিত: ১৬:৩৫, ১৯ মে ২০২৫

খান ইউনিসে ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি কমান্ডার নিহত

ছবিঃ সংগৃহীত

গাজার জনপ্রিয় প্রতিরোধ কমিটির সামরিক শাখা আল-নাসের সালাহউদ্দিন ব্রিগেডস নিশ্চিত করেছে যে তাদের একজন শীর্ষ কমান্ডার আহমেদ সরহান দক্ষিণ গাজার শহর খান ইউনিসে ইসরায়েলি সামরিক অভিযানে নিহত হয়েছেন।

সংগঠনটির দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি বিশেষ বাহিনী ভোররাতে একটি গোপন অভিযানের মাধ্যমে সরহানকে গ্রেপ্তারের চেষ্টা করে। তবে তিনি প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয় এবং সরহান নিহত হন। অভিযানে ইসরায়েলি ড্রোন ও বিমান সহায়তা দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ইসরায়েলি বাহিনী সাধারণ পোশাকে একটি আবাসিক এলাকায় প্রবেশ করে যেখানে সরহান অবস্থান করছিলেন। গ্রেপ্তারের চেষ্টা চলাকালে সরহান প্রতিরোধ করেন, যার ফলে গুলিবিনিময় শুরু হয় এবং তিনি প্রাণ হারান।

আল-নাসের সালাহউদ্দিন ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, "সরহান দখলদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছেন এবং শহীদ হয়েছেন। তার রক্ত বৃথা যাবে না।"

সাক্ষীদের মতে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী সরহানের স্ত্রী এবং সন্তানকে আটক করে নিয়ে যায়। তাদের অবস্থান এখনও অজানা। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এই অভিযানের বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দক্ষিণ গাজায় বিশেষ অভিযানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

সূত্রঃ আলজাজিরা 

নোভা

×