
ছবি: সংগৃহীত
কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক হাজী সালাহউদ্দিন মিয়ার রুহুর মাগফেরাত কামনা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ( ১৯ মে ) সোমবার বিকেলে কেরাণীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত দোয়া ও আলোচনা সভায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে কেরাণীগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মো: শামীম উদ্দিনের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. নাজিম উদ্দিন মাস্টার , কেরাণীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. রওশন ইয়াজদানী, কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু তালেব, মজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি মিয়া আব্দুল হান্নান, সহ সভাপতি, জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক, সুলতান মাহমুদ, সিনিয়র সাংবাদিক মো. মুক্তার হোসেন, আলমগীর হোসেন, এডভোকেট জিয়া উদ্দিন সুমন, আবু সাঈদ, সামসুল ইসলাম সনেট,ইমরুল কায়েস, শিপন উদ্দিন, আরিফ সম্রাট প্রমুখ। দোয়া মোনাজাতে মরহুমের রুহুর মাগফেরাত কামনা করা হয়।
ফারুক