ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ময়মনসিংহে বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে নোংরা পরিবেশে মানহীন সেমাই তৈরি

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ 

প্রকাশিত: ২৩:৩০, ১৯ মে ২০২৫

ময়মনসিংহে বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে নোংরা পরিবেশে মানহীন সেমাই তৈরি

ময়মনসিংহের গৌরীপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির অপরাধে এক কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৯ মে বিকালে চুড়ালি বিষকা গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা এ অভিযান পরিচালনা করেন।

ওই কারখানার মালিক আব্দুল ওহাব, যিনি দুই বছর যাবত সেমাই তৈরি করে বাজারজাত করে আসছিলেন। কারখানাটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনপ্রাপ্ত।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির বিষয়টি নিশ্চিত করতে অভিযান চালান। কারখানায় গিয়ে দেখা যায়, সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন সেমাই তৈরি করা হচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

রাজু

×