
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডিমলা উপজেলা শাখার সদস্য সচিব মো. তুষার ইমরান পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি নীলফামারী জেলা শাখার সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম দ্যা রেড জুলাই এর সহ মুখপাত্র পদ থেকেও সরে দাঁড়িয়েছেন।
সোমবার (১৯ মে) রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি লেখেন, “শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো একজন মানুষের নৈতিক দায়িত্ব। সেই বিশ্বাস থেকেই আমি আন্দোলনে যুক্ত হয়েছিলাম।” তবে সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটির কাঠামোগত দুর্বলতা, সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব এবং কেন্দ্র-তৃণমূলের মধ্যে সমন্বয়হীনতা তাঁর দায়িত্ব পালনের পথকে সংকীর্ণ করে তুলেছে।
“এই পদত্যাগ কোনো অভিযোগ নয়, বরং একজন কর্মীর আত্মজিজ্ঞাসা”—বিবৃতিতে এমন মন্তব্য করেন তুষার ইমরান। তিনি আরও বলেন, “আমি নেতৃত্বে নয়, ন্যায়ের পক্ষে থাকতে চেয়েছি। ভবিষ্যতেও সাধারণ নাগরিক হিসেবে সে অবস্থানেই অবিচল থাকতে চাই।”
আন্দোলনের সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি জানান, প্রস্থান শুধু আনুষ্ঠানিক, অবস্থান এখনো ন্যায়ের পক্ষে।
এই শিরোনামটি "এই কেন্দ্রিক যে" শৈলীর পাঠক-আকর্ষক প্রয়োগ এবং প্রতিবেদনের বিষয়বস্তু উভয়ই তুলে ধরে। যদি আপনি চান, আমি এটির একটি ছাপা উপযোগী লে-আউটও সাজিয়ে দিতে পারি।
রিফাত