ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভূরুঙ্গামারীতে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

মিজানুর,নাগেশ্বরী,কুড়িগ্রাম

প্রকাশিত: ২৩:৫২, ১৯ মে ২০২৫

ভূরুঙ্গামারীতে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।সোমবার (১৮ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল ফারুক, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, স্থানীয় বিএনপি নেতা কাজী নিজাম উদ্দিনসহ মসজিদের মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

জানা গেছে, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে জেলা গণপূর্ত বিভাগ। তবে ভূমি সংক্রান্ত জটিলতার কারণে নির্মাণকাজ শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। মসজিদটি নির্মিত হলে একসঙ্গে বহু মুসল্লি নামাজ আদায়ের সুযোগ পাবেন। একইসঙ্গে ইসলামী সংস্কৃতি বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নির্মাণকাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বাবর অ্যাসোসিয়েট।
 

আলীম

×