
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে পল্লী বিদ্যুৎ নিয়ে সুখবর দিয়েছেন কমলনগরের ডিজিএম নিতীশ সাহা। আগামী জুন থেকে কমলনগরে আর বিদ্যুতের লোডশেডিং থাকবে না বলে জানান তিনি।
সোমবার (১৯ মে) বিকেলে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে হাজিরহাট বাজারের ব্যবসায়িদের একটি অংশ বাজারে বিক্ষোভ মিছিল করে। জানা যায়, কমলনগরে চৌমুহনী গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহে প্রায় ৪৭ কিলোমিটার পথে নানা বিড়ম্বনার এবং চাহিদা মত বিদ্যুৎ না পাওয়ায় লোডশেডিংয়ের কবলে পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, গ্রাহকের চাহিদা অনুযায়ী ১০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন এ উপজেলায়। কিন্তু চাহিদার তুলনায় কম সরবরাহের কারণে কমলনগরে ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং রাখতে হয়েছে। লোডশেডিংয়ের কারণে কমলনগরে বিভিন্ন কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালতের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
কমলনগর পল্লী বিদ্যুতের ডিজিএম নিতীশ সাহা বলেন, “চৌমুহনী গ্রিড থেকে বিদুৎ সরবরাহ হওয়ায় আমরা কিছুটা সমস্যা পড়তে হয়। তাছাড়া চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় কিছুটা লোডশেডিং হয়। বর্তমানে একটি সুখবর হলো জকসিনে একটি গ্রিড হচ্ছে। ওই গ্রিড থেকে আমাদের কমলনগরে জুন থেকে বিদুৎ সরবরাহ হবে। তখন হয়ত আর লোডশেডিং থাকবে না।”
মিরাজ খান