
ছবিঃ সংগৃহীত
সুনামগঞ্জের বিষম্ভরপুর উপজেলার রাজাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ভোরে ৪ থেকে ৫ জন ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে চোরাচালানি পণ্য আনতে গেলে ভারতের রাজাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে শামসুল হক নামে একজন যুবক গুলিবিদ্ধ হন।
আহত অবস্থায় শামসুল হককে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবি জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মারিয়া