
ছবি: সংগৃহীত
জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি জবরদখলের চেষ্টার বাধা দেওয়ায় নারীসহ ২০ ব্যক্তিকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
আজ সোমবার (১৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের চর চাড়িয়া গ্রামে ওই ঘটনাটি ঘটে।
গুরুতর আহতরা হলেন, শরিফ উদ্দিন (৩২), নওশী পারভীন (১৮), শারমিন (৪০), শাহিদা বেগম (৪২), মোস্তফা (৩৪), কাউছার (১৮), সাইফুল (৪০), হাফিজুর (৫০), সবুজ (৩২) বাহার আলী (৬০) এবং আব্দুল আজিজ (৪৮)। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চর চাড়িয়া গ্রামের বাসিন্দা বাক্কার আলী এবং জামাল উদ্দিনের পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। জামাল উদ্দিনসহ তাঁর পক্ষের লোকজন জমি ভোগদখল করে আসছেন। অপরদিকে, বাক্কার আলী এবং তাঁর লোকজন জমি জবরদখল করতে নানা ফন্দি-ফিকির আঁটছে। এনিয়ে জামালপুর আদালতে একাধিক মামলা করা হয়েছে।
সরজমিন দেখা গেছে, জমিতে রোপণ করা ধান পেকেছে। অনেকেই ইতিমধ্যে ধান কেটেছেন। একটি পক্ষ দেশীয় অস্ত্রে শতাধিক নারী-পুরুষ জমি দখল করে টিনের ছাপড়া ঘর উত্তোলন করতে যায়। এতে বাধা দিলে অন্তত ২০ জনকে পিটিয়ে আহত করে।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা ৭ একর ২৩ শতাংশ কৃষিজমি জবরদখল করতে দেশীয় অস্ত্র উঁচিয়ে চেষ্টা করে সেখানকার একটি পক্ষ।
এতে জমির মালিকরা বাধা দিলে দখলকারীদের মারধরে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল এবং ইসলামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ঘটনাস্থল থেকে জমি দখল করতে যাওয়া ছয় ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
জমির মালিকানা দাবিদার বাক্কার আলী বলেন, 'আমাদের জমি দীর্ঘদিন ধরে জামাল উদ্দিনসহ তাঁর লোকজন ভোগদখল করছে। জমি উদ্ধারে আমরা আদালতে মামলা করেছি। আদালত থেকে রায় পেয়েছি। জমিতে গেলে আমাদের ওপর হামলা করে। আমাদের ছয়জন লোককে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে গেছে পুলিশ।'
জমি ভোগদখলে থাকা জামাল উদ্দিন বলেন, 'জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা রয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করেছি। কিন্তু বেআইনিভাবে আমাদের দখলে থাকা জমিতে ঘর উত্তোলন করতে যায় প্রতিপক্ষ। এতে প্রতিবাদ করলে আমাদের ওপর দেশীয় অস্ত্রে হামলা চালায়। এ সময় আমাদের লোকজন গুরুতর আহত হন।
ইসলামপুর থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) শামছুজ্জামান বলেন, 'একপক্ষের ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টা করে অপর পক্ষ। খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছি। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে জমি দখল করতে যাওয়া ছয় ব্যক্তিকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আলীম