ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্যক্তির দায় আমরা বহন করবো না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২২:৩১, ১৯ মে ২০২৫

ব্যক্তির দায় আমরা বহন করবো না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছবিঃ সংগৃহীত

বরিশাল কোতোয়ালি মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার এক নেতার দায়ের করা মামলাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হলে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করেছে দলের বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দরা। 

বরিশাল প্রেসক্লাবে আজ সোমবার (১৯ মে) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ বলেন, এ মামলার বিষয়ে আমরা অবগত নই। তাই এ মামলা কোন প্রশ্নের সম্মুখীন হলে তা জেলা কমিটির নেতারা দায় নেবে না। মামলায় নিরাপরাধ কয়েকজন ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি তদন্তের মাধ্যমে নিরাপরাধদের মুক্তি দেয়ার দাবি করেন।

সংবাদ সম্মেলনে সাব্বির দাবি করেন, গত ১৪ মে সংগঠনের জ্যেষ্ঠ  যুগ্ম সদস্য সচিব মারজুক আবদুল্লাহ বরিশাল কোতোয়ালি মডেল থানায় বিভিন্ন উপজেলার প্রায় দুইজনেরও অধিক ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেছেন। তবে ওই মামলার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই এবং এটি সংগঠনের সিদ্ধান্তও ছিলোনা।

মামলাটি দায়ের করা নেতাকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে এবং বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। কেন্দ্রীয় কমিটি প্রয়োজনীয় তথ্য প্রমাণ যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বাস দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ওই মামলাকে ঘিরে বিএম কলেজে একটি অনাকাঙ্খিত ঘটনার জন্ম হয়েছে। যা পরিকল্পিত বলে মনে করছে সংগঠনটি। তাদের দাবি, শিক্ষার পরিবেশ নষ্ট করতে একটি কুচক্রীমহল এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে এবং জেলা কমিটির আহ্বায়কসহ কিছু নেতার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে সাব্বির হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি কখনোই চাঁদাবাজির সাথে জড়িত নয়। যদি এমন কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি বরিশালের কিছু গণমাধ্যমকর্মীদের ফ্যাসিস্টদের দোসর আখ্যা দিয়ে তালিকাভুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। জুলাই যোদ্ধা নামে একটি সংগঠনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে সাব্বির হোসেন বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চলছে সে বিষয়ে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি অবগত নয়।

তিনি আরও বলেন, বরিশালের সাংবাদিকরা জুলাই ও আগস্টের ছাত্র আন্দোলনে সব সময় আমাদের সাথে মাঠে কঠোর পরিশ্রম করেছে। সেখানে সাংবাদিকদের নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আমাদের সাথে দূরত্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে ধারনা করছি।

সংবাদ সম্মেলনে বরিশাল জেলা কমিটির মুখপাত্র সুমি হকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ইমরান

×