
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সম্প্রতি তার ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে জানান, তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তিনি লিখেছেন, গতকাল থেকে অজ্ঞাতনামা একাধিক নাম্বার থেকে তাকে ফোন ও মেসেজ করে চাঁদা দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
মিষ্টি জান্নাত আরও জানান, যখনই তিনি কোনো নাম্বার ব্লক করে দেন, সঙ্গে সঙ্গে নতুন নাম্বার থেকে আবারও হুমকি আসে। কখনও তাকে মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে, কখনও আবার মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে।
ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিষ্টির ভক্তরা। ইতোমধ্যে অনেকেই তাকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছেন। অভিনেত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন নেটিজেনরাও।