ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাসকে দিলো যেসব শর্ত

প্রকাশিত: ১৮:১১, ১৯ মে ২০২৫

গাজায় যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাসকে দিলো যেসব শর্ত

ছবি: সংগৃহীত

গাজায় চলমান সংঘাত বন্ধে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এর বিনিময়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে একাধিক কঠোর শর্ত দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তেলআবিবে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হলে হামাসকে অবশ্যই সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করতে হবে এবং গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। এছাড়া হামাসের সকল সদস্যকে গাজা উপত্যকা ছেড়ে নির্বাসনে যেতে হবে। সেই সঙ্গে জিম্মি থাকা সকল ব্যক্তিকে একযোগে মুক্তি দিতে হবে।

এ প্রস্তাবের বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত দেড় বছর ধরে হামাস নির্মূলের অজুহাতে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে আসছে, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৩,০০০ ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে হাজারো মরদেহ।

যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থতা স্পষ্ট, কারণ গাজায় এখনও হামাস সদস্যদের সক্রিয় উপস্থিতি দেখা যাচ্ছে। এ প্রেক্ষিতেই গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ কাতারে চলমান আলোচনার মাঝে গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেন। এর আগে হামাস বারবার স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এসেছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পর অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়ে যায়। এই প্রেক্ষাপটেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পূর্বের অবস্থান থেকে সরে এসে এবার দুই ধরনের যুদ্ধবিরতিতেই সম্মতি দিয়েছেন—তবে কঠোর শর্তসাপেক্ষে।   

সূত্র : https://youtu.be/tkhHyCKOPpk?si=wIcAD7Ey0mLkIK4x

আসিফ

আরো পড়ুন  

×