ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

কলাপাড়ায় আয়রন ব্রিজ বিধ্বস্ত দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:৩৭, ২০ মে ২০২৫

কলাপাড়ায় আয়রন ব্রিজ বিধ্বস্ত  দুর্ভোগে ১০ গ্রামের মানুষ


স্থানীয়রা জানান, ২০০১ সালে নির্মিত এই আয়রন ব্রিজটি অনেক আগেই লোনা পানির কারণে আয়রন স্ট্রাকচারে জং ধরে জরাজীর্ণ হয়ে গেছে। সিমেন্টর স্লাব অনেক আগেই ভেঙে গেছে। এ কারণে এলজিইডি কলাপাড়া অফিস থেকে  ব্রিজটিকে ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। গত বছর একটি মালবাহী টমটম চলাচলে একাংশ ধসে যায়। এরপরও স্থানীয় মানুষ কাঠের পাটাতনসহ জোড়াতালি দিয়ে ব্রিজটিতে চলাচল সচল রাখেন। সবশেষ মঙ্গলবার ভোরে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা এতোদিন ঝুঁকি নিয়ে চলাচল করেছেন। এখন তাও শেষ। তারা নতুন একটি গার্ডার ব্রিজ নির্মাণের দাবি করেছেন। শিক্ষার্থী তরিকুল জানায়, এখন স্কুলে যাওয়ায় অনেক বড় সমস্যা হয়ে গেল।
এলজিইডি কলাপাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদেকুর রহমান জানান, ব্রিজটি আগেই জীর্ণদশার ছিল। পরিত্যক্ত ছিল। তারপরও সরেজমিনে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। 
তবে ব্রিজটি বিধ্বস্ত হয়ে যাওয়ায় কুয়াকাটায় আসা পর্যটকের ওই পথে চলাচল বন্ধ হয়ে গেছে। পাশাপাশি অন্তত দশ গ্রামের মানুষ আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল।

সাব্বির

×