ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বিগত ফ্যাসিস্টের সাথে যারা হাত মিলিয়েছে তাদের সাথে কোনো সমঝোতা হবে না

শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভায় বক্তারা

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৭:৩৯, ২০ মে ২০২৫; আপডেট: ১৭:৪২, ২০ মে ২০২৫

বিগত ফ্যাসিস্টের সাথে যারা হাত মিলিয়েছে তাদের সাথে কোনো সমঝোতা হবে না

ফরিদপুর জেলা রেন্ট এ কার শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায়  ‌ ফরিদপুর শহরের গোয়ালচামট এর পৌর ‌ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের  সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম অধিদপ্তর ফরিদপুরের কর্মকর্তা নাদিম হোসেন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ মোজাফফর আলী মুসা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, ফরিদপুর জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ইসমাইল হোসেন লাভলু, ফরিদপুর জেলার রেন্ট এ কার শ্রমিক ইউনিয়ন সাবেক প্রচার সম্পাদক মোঃ লিখন। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। 

সভায়  বক্তারা বলেন " বর্তমানের শ্রমিকরা বিভিন্ন দিক থেকে অনেকাংশ অবহেলিত। তারা অনেক ক্ষেত্রে তারা তাদের ন্যায্য দাবি পাচ্ছে না। বাংলাদেশ রেন্ট এ কারের শ্রমিক ভাইদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদা শ্রমিকদের পাশে আছে। বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ‌ নায়াব ইউসুফের নেতৃত্বে ফরিদপুরে জাতীয়তাবাদী দল বিএনপি সুখে দুখে সর্বক্ষেত্রে শ্রমিকদের পাশে থাকবে। বক্তারা আরো বলেন বিগত ফ্যাসিস্টের সাথে যারা হাত মিলিয়েছে তাদের সাথে কোনো সমঝোতা হবে না।এদেরকে কোনো ছাড় দেয়া হবে না। 

মালিক ও শ্রমিক ছাড়া কেউ যাতে রেন্ট এ কার শ্রমিক ইউনিয়নের সংগঠন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।ভোটবিহীন কোন নির্বাচনে এই দেশে আর হবে না। 

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সমাজের শ্রমিক নেতাদের ন্যায্য অধিকার  আদায় করে নিবে।  আগামীতে  ফরিদপুর জেলা রেন্ট এ কার শ্রমিক ইউনিয়ন একটি সুষ্ঠু ও সফল নির্বাচনের যাতে আয়োজন করতে পারে সে ব্যাপারে উপস্থিত সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

নোভা

×