ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মহার্ঘ ভাতা নিয়ে নতুন যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ১৭:৩৭, ২০ মে ২০২৫

মহার্ঘ ভাতা নিয়ে নতুন যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

ছবি:সংগৃহীত

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

 

অর্থ উপদেষ্টা জানান, "আমি বিষয়টি নিয়ে বিবেচনা করছি এবং এ নিয়ে একটি কমিটিকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মহার্ঘ ভাতার সম্ভাব্য হার ও বাজেটে কীভাবে অর্থ বরাদ্দ করা যায় তা নিয়ে ওয়ার্কআউট করছে। এটি বাস্তবায়নের সম্ভাবনা ভালো হলেও হয়তো কিছুটা সময় লাগবে। বাজেটের পরিপ্রেক্ষিতে কবে থেকে এটি কার্যকর করা যাবে এবং কত শতাংশ হারে ভাতা নির্ধারণ করা হবে, তা পরবর্তীতে জানানো হবে।"

 

 

তিনি আরও বলেন, "বাজেট প্রণয়নের সময় বিষয়টি বিশেষ বিবেচনায় রাখা হবে। তবে এখনই নির্দিষ্ট কোনও তারিখ বা হার ঘোষণা দেওয়া যাচ্ছে না।"

উল্লেখ্য, সাম্প্রতিক মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। এখন অপেক্ষা বাস্তবায়নের।

আঁখি

×