ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

অপচয় রোধে ৬৪২৩ কোটি টাকার বরাদ্দ কাঁটছাট, গতি আসবে যেসব প্রকল্পে

প্রকাশিত: ০৯:৫১, ২০ মে ২০২৫

অপচয় রোধে ৬৪২৩ কোটি টাকার বরাদ্দ কাঁটছাট, গতি আসবে যেসব প্রকল্পে

ছবি: সংগৃহীত

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১০টি মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়ে ২৮,৩৮৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা চলতি অর্থবছরের ৩৪,৮১০ কোটি টাকার তুলনায় ৬,৪২৩ কোটি টাকা কম। এই বরাদ্দ হ্রাস পাওয়া প্রকল্পগুলোর মধ্যে আটটি প্রকল্পে বরাদ্দ কমেছে এবং মাত্র দুটি প্রকল্পে বরাদ্দ বেড়েছে।

 

সবচেয়ে বড় বরাদ্দ পাওয়া প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার জন্য আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ১,০২১ কোটি টাকা। যদিও প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪,২২২ কোটি টাকা, যা থেকে ইতোমধ্যে খরচ হয়েছে প্রায় ৬৫,০০০ কোটি টাকা। চলতি অর্থবছরের তুলনায় রূপপুর প্রকল্পে বরাদ্দ কমেছে ৪৯১ কোটি টাকা।

মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার বিদ্যুৎ প্রকল্পে বরাদ্দ হ্রাস সবচেয়ে বেশি, প্রায় ৫,৯০২ কোটি টাকা কমিয়ে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২০২.৫ কোটি টাকা। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫১,৮৫৪ কোটি টাকা, যার মধ্যে ইতোমধ্যে খরচ হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। একইভাবে মেট্রো রেল লাইন-৬ (এমআরটি লাইন সিক্স) প্রকল্পেও বরাদ্দ কমানো হয়েছে ৬২৮ কোটি টাকা, যেখানে এখন পর্যন্ত প্রকল্পে খরচ হয়েছে প্রায় ২২,০০০ কোটি টাকা।

 

 

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, দোহাজারী-রামু-কক্সবাজার-গুন্দুম রেলপথ নির্মাণ, এবং সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পেও বরাদ্দ হ্রাস করা হয়েছে। দোহাজারী-রামু-গুন্দুম রেলপথ প্রকল্পে রামু থেকে গুন্দুম অংশটি প্রকল্পের নকশা থেকে বাদ দেওয়া হয়েছে, যা বরাদ্দ হ্রাসের একটি বড় কারণ।

 

 

অন্যদিকে, দুইটি প্রকল্পে বরাদ্দ বেড়েছে। মেট্রো রেল লাইন-১ প্রকল্পে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৮,৬৩১ কোটি টাকা, যা পূর্বাচল সংশ্লিষ্ট রুটের কাজে গতি আনবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫৩,৯৭৭ কোটি টাকা। একইভাবে হেমায়েতপুর থেকে ভাটারা রুটের মেট্রো রেল লাইন-৫ (নর্দার্ন রুট) প্রকল্পেও বরাদ্দ বেড়েছে ৫২২ কোটি টাকা।

 

 

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, কিছু মেগা প্রকল্পের নকশা পরিবর্তনের প্রয়োজন পড়ায় এবং অপচয় রোধে বেশ কিছু প্রকল্পে বরাদ্দ কমানো হয়েছে। রূপপুর প্রকল্পে নকশা অপরিবর্তিত থাকলেও নিরাপত্তা ও পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন উপ-প্রকল্প আলাদাভাবে বাস্তবায়নের কারণে মূল প্রকল্পে অগ্রগতি ধীর হচ্ছে। সামগ্রিকভাবে বরাদ্দ কমলেও নির্দিষ্ট কিছু প্রকল্পে গতি আসার আশা করা হচ্ছে।

 

আঁখি

×