ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

একসঙ্গে থাকলেই শক্তিশালী: ট্যারিফ উত্তেজনার মাঝেই রোমে বৈঠকে কার্নি-ভ্যান্স

প্রকাশিত: ১০:০৩, ২০ মে ২০২৫; আপডেট: ১০:০৪, ২০ মে ২০২৫

একসঙ্গে থাকলেই শক্তিশালী:  ট্যারিফ উত্তেজনার মাঝেই রোমে বৈঠকে কার্নি-ভ্যান্স

বাণিজ্য উত্তেজনা, সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা-এই তিনটি ইস্যু ঘিরেই রোমে মুখোমুখি বৈঠকে বসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৈঠকে দুই নেতা বলেন, সংকট মোকাবেলায় পারস্পরিক সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি।

রবিবার রোমে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন ‘ভিলা টাভারনা’-তে অনুষ্ঠিত এই বৈঠকটি ঘিরে আলোচনার ঝড় উঠেছে দুই দেশের কূটনৈতিক মহলে। এর আগে তারা পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে অংশ নেন ভ্যাটিকানে।

প্রধানমন্ত্রী কার্নির কার্যালয় বৈঠকটিকে “গঠনমূলক” বলে উল্লেখ করে জানায়, দুই নেতা “তাৎক্ষণিক বাণিজ্য চাপে” এবং “নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলার” প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।
অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এক বিবৃতিতে বৈঠকটিকে ‘বন্ধুত্বপূর্ণ ও স্বার্থসংশ্লিষ্ট’ বলে অভিহিত করেন। তার ভাষায়, “আমরা ন্যায্য বাণিজ্যনীতি ও দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছি।”

প্রধানমন্ত্রী কার্নি পরে সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখেন, “আমরা এমন একটি নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে কথা বলেছি যা তাৎক্ষণিক বাণিজ্য সংকট মোকাবিলা করবে, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে এবং আমাদের অভিন্ন সীমান্তকে নিরাপদ রাখবে। একসঙ্গে থাকলেই আমরা সবচেয়ে শক্তিশালী।”

ট্যারিফ সংকট ঘিরে উত্তেজনা
দুই নেতার এই বৈঠক এমন এক সময় হলো, যখন কানাডা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত কিছু পাল্টা শুল্ক স্থগিত রেখেছে। তবে কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপান সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, “৭০ শতাংশ শুল্ক এখনও বহাল রয়েছে।” তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৪৩ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর শুল্ক চালু রয়েছে।

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের ওপর উচ্চ শুল্ক পুনর্বহাল করলে পাল্টা পদক্ষেপ হিসেবে কার্নি সরকারও যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ট্যারিফ বসায়। নির্বাচনী প্রচারে কার্নি এই ট্যারিফ নীতিকে ‘যুক্তরাষ্ট্রের বাণিজ্য আগ্রাসনের বিরুদ্ধে’ জবাব হিসেবেই উপস্থাপন করেছিলেন, বিশেষ করে গাড়ি ও উৎপাদন খাতে।

তবে ৭ মে প্রকাশিত ‘কানাডা গেজেট’-এ কিছু খাতে।যেমন খাদ্য প্রক্রিয়াজাতকরণ, স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা,সাময়িক শুল্কছাড়ের ঘোষণা আসে। শঁপানের দপ্তর জানায়, এসব ছাড় সাময়িক এবং মূলত কানাডীয় প্রতিষ্ঠানগুলোর সরবরাহ চেইন সামলে ওঠার সুযোগ দিতে দেওয়া হয়েছে।

তবে ‘অক্সফোর্ড ইকোনমিকস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এত ব্যাপক ছাড় দেওয়ায় কার্যত ট্যারিফ হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এই প্রতিবেদনকে সামনে রেখে বিরোধী দলীয় নেতা পিয়েরে পলিয়েভ্রে অভিযোগ তোলেন কার্নি সরকার আসলে ‘চুপিসারে পিছু হটেছে’। তবে অর্থমন্ত্রী শঁপান এসব অভিযোগকে ‘ভিত্তিহীন তথ্য’ বলে উড়িয়ে দেন।

সীমান্ত নিরাপত্তা ও ফেন্টানিল বিরুদ্ধ লড়াই
রবিবারের বৈঠকে দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা, ফেন্টানিল মাদক দমন ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছে কার্নির দপ্তর।

এদিকে এপি জানিয়েছে, রোম সফরে ভ্যান্স ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গেও বৈঠক করেন। এছাড়া তিনি পোপ লিও চতুর্দশের সঙ্গেও সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন, যিনি ইউক্রেন শান্তি উদ্যোগে কাজ করার অঙ্গীকার করেছেন।

প্রধানমন্ত্রী কার্নি ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স দুই দেশ ‘বাণিজ্য সংকট’ ও ‘আঞ্চলিক নিরাপত্তা’ মোকাবিলায় নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন বলে উভয় দেশের দপ্তর জানিয়েছে।

 

 


সূত্র:https://tinyurl.com/y2vue5nk

আফরোজা

×