ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

একজন হাসিনা হয়ে উঠতে চাওয়াটা অপরাধ তো বটেই, তার মানসিক চিকিৎসা করাও জরুরী: পিনাকী

প্রকাশিত: ২০:১৫, ১৯ মে ২০২৫; আপডেট: ২০:১৬, ১৯ মে ২০২৫

একজন হাসিনা হয়ে উঠতে চাওয়াটা অপরাধ তো বটেই, তার মানসিক চিকিৎসা করাও জরুরী: পিনাকী

ছ‌বি: সংগৃহীত

লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নিয়ে কড়া সমালোচনা করেছেন।

তিনি লিখেছেন, "নুসরাত ফারিয়া বলেছিলো সে হাসিনা হয়ে উঠতে চায়। সব বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা আছে।" এই বক্তব্যকে তিনি শুধুমাত্র একজন অভিনেত্রীর ব্যক্তিগত মত নয় বরং এক ফ্যাসিস্ট নেত্রীকে মহিমান্বিত করার প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করেন।

পিনাকীর অভিযোগ, মিডিয়ায় নুসরাত ফারিয়ার বক্তব্য এভাবে প্রচার করা হয়েছে— "মনে-প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি। এমনকি শেখ হাসিনার মতো হতে চান। এ অভিনেত্রী বলেছিলেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় নাও করি, তাতে আফসোস থাকবে না।"

এই প্রসঙ্গে পিনাকী বলেন, এটি কোনো সাধারণ অভিনেত্রীর অনুভব নয়, বরং এটি তার পর্দা ইমেজকে একজন ফ্যাসিস্ট নেত্রীর পদতলে অর্ঘ্য দেয়ার সামিল। তিনি আরও দাবি করেন, ফারিয়ার এই অবস্থান তাকে আওয়ামী লীগের ক্ষমতাকেন্দ্রিক বলয়ের একজন গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করেছে।

তিনি উল্লেখ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশায় নুসরাত ফারিয়া গণভবনে উপস্থিত ছিলেন। এছাড়াও পলক মন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও তিনি মন্তব্য করেন।

পিনাকী ভট্টাচার্য আরও বলেন, "একজন ফ্যাসিস্ট এনেবলার এবং আওয়ামী পাওয়ার সার্কেলের একজন গুরুত্বপূর্ণ মক্ষিরানীকে গ্রেপ্তার করাটা বর্তমান সরকারের জন্য গুরুত্বপূর্ণ। তার কাছ থেকে ফ্যাসিস্ট শাসনের অনেক তথ্য পাওয়া সম্ভব।"

তিনি মন্তব্য করেন, "একজন হাসিনা হয়ে উঠতে চাওয়াটা শুধু রাজনৈতিক অপরাধই নয়, বরং এটা মানসিক বিকৃতি। তার মানসিক চিকিৎসা করাও জরুরি।"

আরো পড়ুন  

×