
ঢাকার সাভারে মো: শাহীন (৩০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন কুমিল্লার দেবিদার থানার মোঃ কবির হোসেনের ছেলে। সে সাভারের রেডিও কলোনি এলাকায় ভাড়া থেকে ব্যাংক কলোনিতে বরুনের গ্যারেজে রং মিস্ত্রীর কাজ করতেন।
জানা গেছে, এদিন রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও অজ্ঞাত এক ব্যক্তি একত্রে ব্যাংক কলোনির ওই শাখা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় সাবেক সাংসদের বাড়ির সামনে পৌঁছলে তাকে গুলি করে হত্যা করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেইসঙ্গে হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
রাজু