
ছবিঃ সংগৃহীত
ফোর্ট ওয়ার্থ থেকে খালি পেটে খবর — আমেরিকান এয়ারলাইন্স এখন ভাবছে, “আচ্ছা, রুটি-মাখন না দিলে যাত্রীরা খুব রাগ করবেন নাকি?” কারণ তারা নতুন A321XLR বিমান আনার আগে ফ্লাইটে এই বহু পুরাতন প্রেমিক জুটিকে বাদ দেওয়ার চিন্তায় ব্যস্ত!
হ্যাঁ, ঠিকই শুনেছেন — লং-হল ফ্লাইটে আপনার প্রিয় এক টুকরো রুটি আর তার ওপরে নরম একটা মাখনের গলন ছাড়া ট্রে চলে আসতে পারে সামনে!
এই পরিবর্তনের জন্য কেউ পকেট ভারী করার চেষ্টা করছে না, অন্তত আমেরিকান এয়ারলাইন্সের দাবি তাই। তারা বলছে, “বিমান ছোট ভাই, রান্নাঘরের জায়গাও ছোট!” আর সেই ছোট রান্নাঘরের মধ্যে রুটি-মাখনের জন্য যদি জায়গা না থাকে, তাহলে কার জন্য থাকবে?
তাই বোস্টন, শার্লট আর র্যালি থেকে লন্ডন যাওয়া ফ্লাইটগুলোতে এখন চলছে এক অভূতপূর্ব ‘রুটি-মুক্ত ট্রায়াল’। মাখনও বাদ! যাত্রীদের মুখের ভাব দেখে পরে সিদ্ধান্ত হবে — রুটি ফিরবে কিনা।
এয়ারলাইন্স জানিয়েছে, নতুন A321XLR খুব আধুনিক, খুব লম্বা দূরত্ব যায়, কিন্তু ভেতরে জায়গা নিয়ে বড়ই কৃপণ। তাই খাবারের ট্রে থেকে একটু একটু করে জিনিস বাদ দেওয়ার সময় এসেছে। এইবার পড়লো রুটি-মাখনের পালা!
তবে যাত্রীদেরও সুযোগ আছে প্রতিশোধের — ফ্লাইটের পর যে সার্ভে ফর্মটা আসে, সেখানে গরম গরম মতামত দিন! লিখে ফেলুন, “মাখন ছাড়া জীবনটা নিস্তেজ লাগছে!” কিংবা “রুটির বদলে কি কেক দেওয়া যেতে পারে?”
প্রিমিয়াম ক্লাসের যাত্রীরা একটু বেশিই বিরক্ত, কারণ তারা ভাবেন, এত পয়সা দিয়ে রুটিটুকুও যদি না পাই, তাহলে কোথায় আছি আমরা? কিন্তু আমেরিকান বলছে, “শুধু একটু পরীক্ষা করছি তো ভাই! আপনি কিছু বলেন, আমরা শুনে দেখি।”
তবে এটাও মানতেই হবে — নতুন বিমান মানেই নতুন হিসেব-নিকেশ। আর সেই হিসেবের চাপে রুটি-মাখনের মতো নিরীহ জিনিসও ফেরা-যাওয়ার টানাপোড়েনে পড়ে।
তাই আপনি যদি রুটি-মাখনপ্রেমী হন, দয়া করে ফ্লাইট শেষে জরিপ ফর্মটা ফাঁকা না রেখে লিখে ফেলুন —
“রুটি না থাকলে বিমানই ধরবো না!”
মারিয়া