ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আপনাদের কর্ম এবং আচরণের উপর নির্ভর করবে আপনার নিজ দেশের সম্মান: জেলা প্রশাসক নরসিংদী

সাইফুল ইসলাম, নরসিংদী

প্রকাশিত: ২০:২৭, ১৯ মে ২০২৫; আপডেট: ২০:২৮, ১৯ মে ২০২৫

আপনাদের কর্ম এবং আচরণের উপর নির্ভর করবে আপনার নিজ দেশের সম্মান: জেলা প্রশাসক নরসিংদী

অভিবাসীদের ক্ষেত্রে ফ্রি ভিসায় বিদেশ গেলে কাজের কোনো নিশ্চয়তা থাকে না; বরং নানানভাবে হয়রানির শিকার হতে হয়। নরসিংদী ডিসি অফিসের সম্মেলন কক্ষে সোমবার (১৯ মে) জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত ' দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ ' শীর্ষক এক সেমিনারে বক্তারা এমনসব তথ্য তুলে ধরেন।

বক্তারা জানান, বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় বিষয়গুলো ভালো করে জেনে রাখা দরকার। অনেকেই দালাল এবং মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ফ্রি ভিসায় বিদেশ যান। কিন্তু যাওয়ার পর দেখা যায়, কাজের কোনো নিশ্চয়তা না পেয়ে নানান হয়রানির শিকার হয়ে খালি হাতে দেশে ফিরতে হয়। এমন পরিস্থিতির শিকার যাতে না হতে হয় সেজন্য বিদেশ যাওয়ার আগে জেলা পর্যায়ের জনশক্তি অফিস এবং সরকারি প্রশিক্ষণ সেন্টার থেকে প্রয়োজনীয় ট্রেইনিং নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। সেমিনারে উপস্থিত বিদেশগামীদের সতর্ক করে  জেলা প্রশাসক বলেন, আপনারা যেদেশেই যাবেন সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। কোনোভাবেই আইন ভঙ্গ করা যাবে না। আপনাদের কর্ম এবং আচরণের উপর নির্ভর করবে আপনার নিজ দেশের সম্মান। কাজেই নিজের দেশের স্বার্থে কর্মক্ষেত্রে ভালো আচরণ করবেন। আপনার আচরণের জন্য নিজ দেশের সম্মান নষ্ট করবেন না। , বিদেশ গেলে প্রথমেই আপনাদের হাতে সোনার হরিণ ধরা দিবে না। এরজন্য অনেক পরিশ্রম করতে হবে। কোনো অবৈধ পথে পা ফেলা যাবে না। অবৈধ অনেক প্রলোভন আসবে। এই প্রলোভনে পড়লে বিপদে পড়তে হবে।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমীরুল হক শামীম, পুলিশের নরসিংদী সদর থানার অতিরিক্ত সার্কেল আনোয়ার হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো: নূরুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এ. কে. এম দাউদুল হক প্রমুখ। 

নোভা

×