ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কুমিল্লায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

শামীম রায়হান, দাউদকান্দি, কুমিল্লা

প্রকাশিত: ২১:০৩, ১৯ মে ২০২৫

কুমিল্লায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের বাসিন্দা সালমা আক্তার নামের একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানা গেছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সালাউদ্দিন। মৃত সালমা আক্তার দোনারচর গ্রামের নাজির আহম্মেদ চৌধুরীর স্ত্রী।

সোমবার (১৯ মে) পৌরসভার ৬নং ওয়ার্ডের দোনারচর গ্রামের বাসিন্দা সালমা আক্তার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে এলাকার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার পর ডেঙ্গু পজিটিভ হয়। 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার (১৮ মে) বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিবুর রহমান ও পরিসংখ্যান কর্মকর্তা সোহানুর রহমান জানান, এ পর্যন্ত আমাদের হাসপাতালে ১৬ জন ভর্তি হলেও ১ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। তবে আক্রান্ত ১৬ জনের মধ্যে ১৪ জনই পৌরসভার দোনারচর গ্রামের বাসিন্দা।

মিরাজ খান

×