ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পিনাকী ভট্টাচার্য

পলকের গার্ল ফ্রেন্ড হিসেবেও বিশেষ সুখ্যাতি আছে নুসরাত ফারিয়ার

প্রকাশিত: ২০:২৯, ১৯ মে ২০২৫

পলকের গার্ল ফ্রেন্ড হিসেবেও বিশেষ সুখ্যাতি আছে নুসরাত ফারিয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া, এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেছেন পিনাকী ভট্টাচার্য।

আজ সোমবার (১৯ মে) এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন পিনাকী।

পিনাকী তার ফেসবুক পোস্টে বলেন, নুসরাত ফারিয়া বলেছিলো সে হাসিনা হয়ে উঠতে চায়। সব বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা আছে। তার বক্তব্যটা নিয়ে মিডিয়ায় সেইসময়ের নিউজ এমন "মনে-প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি। এমনকি শেখ হাসিনার মতো হতে চান। এ অভিনেত্রী বলেছিলেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় নাও করি, তাতে আফসোস থাকবে না।"

এটা অভিনেত্রীর বয়ান নয় উল্লেখ করে পিনাকী আরো লেখেন, এইটা তার পর্দা ইমেজকে একজন ফ্যাসিস্টের পদতলে অর্ঘ্য দেয়া।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। পলকের গার্ল ফ্রেন্ড হিসেবেও তার বিশেষ সুখ্যাতি আছে। একজন ফ্যাসিস্ট এনেবেলার, আওয়ামী পাওয়ার সার্কেলের একজন গুরুত্বপূর্ণ মক্ষিরানীকে গ্রেপ্তার করাটা প্রফেসর ইউনুসের সরকারের জন্য জরুরী কাজ। তার কাছে থেকে ফ্যাসিস্ট জামানার অনেক কিছু জানার আছে। আর একজন হাসিনা হয়ে উঠতে চাওয়াটা অপরাধ তো বটেই। তার মানসিক চিকিৎসা করাও জরুরী।

ফুয়াদ

×