ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ট্রাম্পের শুল্কে বিপর্যয়ে জাপান: টানা দ্বিতীয় মাসে রপ্তানি প্রবৃদ্ধিতে ধীরগতি

প্রকাশিত: ০৭:৩৭, ২১ মে ২০২৫; আপডেট: ০৭:৩৯, ২১ মে ২০২৫

ট্রাম্পের শুল্কে বিপর্যয়ে জাপান: টানা দ্বিতীয় মাসে রপ্তানি প্রবৃদ্ধিতে ধীরগতি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্কের জেরে জাপানের রপ্তানি প্রবৃদ্ধি টানা দ্বিতীয় মাসেও কমে এসেছে। বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

জাপানের রপ্তানি মাত্র ২% বৃদ্ধি পেয়েছে, যা রয়টার্সের পূর্বাভাসের সঙ্গে মিল থাকলেও এটি গত অক্টোবরের পর সর্বনিম্ন এবং গত বছরের সেপ্টেম্বরের পর সবচেয়ে কম রপ্তানি আয়ের মাস (তখন রপ্তানি ১.৭% হ্রাস পেয়েছিল)।

অন্যদিকে, আমদানিও ২.২% কমেছে, যা বিশ্লেষকদের অনুমান (৪.৫% হ্রাস) থেকে কিছুটা ভালো।

সরকারি প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে জাপানের প্রকৃত জিডিপি বার্ষিক ভিত্তিতে ০.৭% হ্রাস পেয়েছে। এই সংকোচনের মূল কারণ হলো ব্যক্তিগত ভোগব্যয়ের স্থবিরতা এবং রপ্তানি প্রবৃদ্ধির ধীরগতি।

ট্রাম্পের শুল্কে জাপানের ‘চাপ’

জাপান বর্তমানে যুক্তরাষ্ট্রে গাড়ি, ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিতে ২৫% শুল্ক গুণছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ এই মিত্র দেশটি ট্রাম্পের চাপানো ১০% মৌলিক শুল্ক থেকেও বাদ পড়েনি, যা অধিকাংশ বাণিজ্য অংশীদারের ওপর আরোপ করা হয়েছে।

এছাড়া, জাপানি পণ্যের ওপর ‘পারস্পরিক’ (reciprocal) ২৪% শুল্ক আরোপ করা হলেও তা অস্থায়ীভাবে ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। ট্রাম্প বিশ্বের ১৮০টিরও বেশি দেশের ওপর এই ‘পারস্পরিক’ শুল্ক চালু করেন গত ২ এপ্রিল। কিন্তু বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় এক সপ্তাহ পরেই তা স্থগিত করেন এবং আলোচনার সুযোগ রাখেন।

জাপানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত: অটোমোবাইল

২০২৪ সালে জাপান থেকে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির ২৮.৩% ছিল গাড়ি, যা এখন সবচেয়ে বেশি শুল্কের চাপে রয়েছে।

এদিকে, জাপানের বাণিজ্য ঘাটতি কমে দাঁড়িয়েছে ১১৫.৮ বিলিয়ন ইয়েন (৮০৩.১ মিলিয়ন ডলার), যা রয়টার্সের পূর্বাভাস (২২৭.১ বিলিয়ন ইয়েন) থেকে অনেকটাই কম। মার্চে এই ঘাটতি ছিল ৫৫৯.৪ বিলিয়ন ইয়েন।

মার্কিন ও চীনা বাজারে রপ্তানি কমেছে

আঞ্চলিক পরিসংখ্যানে দেখা গেছে, জাপানের সবচেয়ে বড় দুই বাণিজ্য অংশীদার—চীন ও যুক্তরাষ্ট্রে রপ্তানি যথাক্রমে ০.৬% ও ১.৮% কমেছে।

 

সূত্র: সিএনবিসি

রাকিব

×