
বরিশাল নগরীর দক্ষিণ চকবাজারে নির্মাণাধীন বিউটি সুপার মার্কেটের ভবন অবৈধভাবে ভাঙচুরের অভিযোগ এনে সৈয়দ আশিক চৌধুরীর নামে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে বিউটি সুপার মার্কেটের অংশীদার মো. রাকিব মল্লিক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুন নাজনীন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী সাইদুর রহমান সোহেল এজাহারের বরাত দিয়ে বলেন, বিউটি সুপার মার্কেট নির্মানের জন্য অভিযুক্ত সৈয়দ আশিক চৌধুরীর বাবা জুলফিকার আলী চৌধুরীর সাথে ডেভেলপার প্রতিষ্ঠানের চুক্তিপত্র হয়েছে। কিন্তু জমির মালিক ডেভেলপার প্রতিষ্ঠানের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে তার ছেলে সৈয়দ আশিক চৌধুরী ও তার মেয়ে কামরুন্নাহার চৌধুরীর নামে দানপত্র দলিল দিয়েছেন।
ওই দানপত্র দলিল নিয়ে জমির মালিকানা দাবি করে সৈয়দ আশিক চৌধুরী ডেভেলপার প্রতিষ্ঠানের নির্মাণাধীন ১০ তলা ভবন গত ৯ ও ১০ মে ৩০/৩৫ জন লোক নিয়ে অবৈধভাবে ভাঙচুর করেন।
এসময় নির্মাণাধীন মার্কেটের প্রথম তলার ছাদ ও নিচ তলায় ডেভেলপার প্রতিষ্ঠানের অফিস ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। এতে ডেভেলপার মালিকদের ২৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী মো. রাকিব মল্লিক এহাজারে বিবাদী সৈয়দ আশিক চৌধুরীসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে অভিযোগ এনে মামলা দায়ের করেন।
বাদীর আইনজীবী আরও বলেন, অবৈধভাবে বিউটি সুপার মার্কেটের নির্মাণাধীন ভবন ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ এনে সৈয়দ আশিক চৌধুরী বিরুদ্ধে বিউটি সুপার মার্কেটের ডেভেলপার অংশীদার মো. রাকিব মল্লিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে মামলার বিবাদী সৈয়দ আশিক চৌধুরীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নোভা