ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বৃষ্টিবিঘ্নিত দিনে সেঞ্চুরি মিস নাঈমের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫০, ২২ মে ২০২৫

বৃষ্টিবিঘ্নিত দিনে সেঞ্চুরি মিস নাঈমের

বুধবার মিরপুর শেরেবাংলায় হাফ সেঞ্চুরি করার পর নাঈম শেখের উদ্যাপন

সকালে আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। লাল বলের ক্রিকেটের জন্য আদর্শ আবহ। কিন্তু সময় যত গড়াতে থাকে ততই আকাশের মন খারাপ হতে শুরু করে। দিনের শেষভাগে কালো মেঘে ঢেকে যায় আকাশ আর বৃষ্টির কারণে ব্যাহত হয় নিউজিল্যান্ড ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথমদিনের খেলা। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের প্রথমদিন খেলা হয়েছে মাত্র ৫৭.৩ ওভার।

আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে শেষ সেশনের বেশিরভাগ সময়ের খেলা প- হয়ে যায়। পুরোপুরি বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ২২৫ রান তুলেছে বাংলাদেশ ‘এ’ দল। সেঞ্চুরি মিস করেছেন নাঈম শেখ। আগ্রাসী ব্যাটিংয়ে ৯৪ বলে ৮২ রান করে আউট হয়েছেন অভিজ্ঞ বাঁহাতি ওপেনার। সাইফ হাসান করেছেন ৫১ রান।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির পথে থাকা নাঈম ১০ চার ও ২ ছক্কায় ৯৪ বলে ৮২ রান করে ডিন ফক্সক্রফটের অসাধারণ এক ক্যাচে আউট হয়েছেন। ৪ চার ও ২ ছক্কায় সাইফ ফিরেছেন ১২০ বলে ৫১ রান করে, এনামুল হক বিজয় ৪৮। আগের ম্যাচে নাঈম ছিলেন না দলে। এবার তিনি ফেরেন মাহমুদুল হাসান জয়ের বদলে। ম্যাচ শুরু করেন তিনি প্রথম ওভারে চার মেরে।

তবে তাকে ছাড়িয়ে পরে দ্রুতই ২০ রান পেরিয়ে যান এনামুল। দশম ওভারে আক্রমণে আনা হয় অফ স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটে। প্রথম ওভারেই তাকে ছক্কায় স্বাগত জানান এনামুল। নাঈম প্রথম ঘণ্টায় ছিলেন বেশ সতর্ক। ১৫ ওভার শেষে তার রান ছিল ৩৮ বলে ১৩। তবে এরপর তিনি চড়াও হন স্পিনারদের ওপর। ফক্সক্রফটকে চার মারার পর বাঁহাতি স্পিনার জেডন লেনক্সকে এক ওভারেই মারেন চার ও ছক্কা।

নাঈমকে ফেরাতেই মূলত ফক্সক্রফটের অফ স্পিন চালিয়ে যাচ্ছিলেন কিউই অধিনায়ক। কিন্তু এই বোলারকেই এক ওভারে টানা পাঁচটি বাউন্ডারি মারেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ফিফটি করে ফেলেন ৬১ বলে। এনামুল ততক্ষণে মন দিয়েছেন লম্বা ইনিংস খেলায়। লাঞ্চের আগেই ১১৩ রান তুলে ফেলে বাংলাদেশ। 
কিউইরা প্রথম সাফল্য পায় আক্রমণে পেস ফিরিয়ে। সাবধানে এগোতে থাকা এনামুল বিদায় নেন পুল শট খেলার চেষ্টায়। তার ব্যাটের পেছনে লেগে বল যায় কিপারের কাছে (৯৭ বলে ৪৮)। জুটি থামে ১৩০ রানে। ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার বইয়ে দেওয়া অভিজ্ঞ এই ব্যাটসম্যান কিউইদের বিপক্ষে এই সিরিজে দুই সংস্করণ মিলিয়ে ছয় ইনিংসে ফিফটির দেখা পাননি। এরপর জুটি গড়ার চেষ্টা করছিলেন অমিত হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। কিন্তু বেলা তিনটার দিকে চারপাশ কালো হয়ে আসে, সাড়ে তিনটার দিকে নামে তুমুল বৃষ্টি। এরপর আর খেলা মাঠে গড়ায়নি।

×