
ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচে আজ রাতেই মাঠে নামছে লাহোর কালান্দার্স। বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ থাকছেন দলে। তাদের প্রতিপক্ষ করাচি কিংস—যাদের হয়েই একসময় খেলেছেন সাকিব।
এই ম্যাচ দিয়েই বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে মিরাজের। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) রাত ৯টায়, লাহোরে।
সাকিব আল হাসান আগের ম্যাচ দিয়েই প্রায় ছয় মাস পর মাঠে ফিরেছেন। তবে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি তার জন্য। প্রথম বলেই আউট হন ব্যাট হাতে, বল হাতে দুই ওভারে দেন ১৮ রান, পাননি কোনো উইকেট। তারপরও দল জয় পায় এবং জায়গা করে নেয় প্লে-অফে।
প্লে-অফ নিশ্চিত হওয়াতেই দলে সুযোগ পান মেহেদী হাসান মিরাজ। কালান্দার্সের হয়ে এবার তিনিও লড়বেন শিরোপার পথে টিকে থাকার লড়াইয়ে। সামাজিক মাধ্যমে দেখা যায়, লাহোর কালান্দার্সের মালিকপক্ষের একজন মিরাজকে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান। মিরাজও কৃতজ্ঞতা প্রকাশ করেন এত দ্রুত সুযোগ করে দেওয়ায়।
মিরাজ বলেন, “কালান্দার্স দলে যোগ দিয়ে আমি খুবই রোমাঞ্চিত। সুযোগটা পেয়ে কৃতজ্ঞ। আমি মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত।”
অনুশীলনের সময় মিরাজ দেখা পান করাচি কিংসের পেস বোলিং কোচ ও বাংলাদেশের সাবেক পেস কোচ শন টেইটের সঙ্গেও। তিনি বলেন,
“সবসময় ভালো জায়গায় বল রাখার চেষ্টা করি, যাতে ব্যাটসম্যানরা চাপে পড়ে। টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বাউন্ডারি আদায় করাটাও জরুরি—সে পরিকল্পনায়ই কাজ করছি।”
জাতীয় দলের সাম্প্রতিক সফর থেকে বাদ পড়েছেন মিরাজ। তবে পিএসএলে ভালো পারফরম্যান্স করলে নির্বাচকদের দৃষ্টি কাড়তে পারেন এই অলরাউন্ডার।
আজকের ম্যাচটি তাই শুধু লাহোরের জন্য নয়, মিরাজের ক্যারিয়ারের জন্যও হতে পারে দারুণ এক মঞ্চ।
আলিফ