
"প্রাণ প্রকৃতির শিক্ষা লাভ করি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে প্রাণ প্রকৃতি শিক্ষা বিষয়ক স্কুল নিসর্গপাঠ এর উদ্বোধন করা হয়েছে।২২ মে (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বৃক্ষ প্রেমীক দম্পতির তানজিম পল্লীতে এ স্কুলের উদ্বোধন করা হয়।
স্কুলটির উদ্বোধর করেন, বৃক্ষ প্রেমিক ও মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া। উপস্থিত ছিলেন, মুক্তিসংগ্রাম জাদুঘরের পরিচালক উৎপল কান্তি ধর, ঝাওগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিল্লোল সরকার, অধ্যাপক এন এম মীজানুর রহমান, সহকারী অধ্যাপক আফরোজা বুল বুল, প্রধান শিক্ষক সুলতানা তাহমিনাপ্রমুখ।
স্কুলটি প্রতিষ্ঠা করেন, তানজিম পল্লীর প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক মোঃ হাসমত আলী। হাসমত আলী গড়েছেন প্রায় ৬ শত প্রজাতির উদ্ভিদের এক উদ্ভিদ উদ্যান। যেখানে দেশীয় দূর্লভ উদ্ভিদ অধিকতর গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হয়েছে।
তার সংরক্ষিত দূর্লভ উদ্ভিদের মধ্যে রয়েছে, কানাইডিঙ্গা, বৈলাম, উরিআম, কুরচি, কন্যারি, মাইলাম, চালমুগরা, বাঁশপাতা, ডাকরুম, তাসবি, কেয়ামন, তুন, শিলবাটনা, গুটগুটিয়া, ট্রাম্পেট, কামদেব, রিটা, চিকরাশি, নাগালিঙ্গম, বাওবাব, কর্পূর, উদাল, কুম্ভি, ঢাকিজাম, তানপুরা, সিভিট, হিজল, তমাল, চাপালিশ, হলদু, আগর, শ্বেতচন্দন, রক্তচন্দন, বইট্টা গর্জন, কাইজেলিয়া, মহুয়া, জহুরী চাঁপা, কুসুম চাঁপা, সুলতান চাঁপা, কাঠালি চাঁপা, স্বর্ণ চাঁপা, নাগেশ্বর চাঁপাসহ চেনা এবং অসংখ্য বিরল গাছে।
এই নিসর্গপাঠ স্কুলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠান বন্ধের দিনে এই উদ্যানে এসে সরাসরি জীবন্ত উদ্ভিদ দেখার মাধ্যমে তাদেরকে গাছের উপকারিতা সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেয়া হবে। অধ্যাপক হাসমত আলী বলেন, ভবিষ্যত প্রজন্ম যাতে বৃক্ষ তথা পরিবেশ সংরক্ষন সম্পর্কে সচেতন হয়ে উঠে সেই প্রত্যাশা নিয়েই এই নিসর্গপাঠ স্কুল প্রতিষ্ঠা করা।
নোভা