
ছবি: দৈনিক জনকন্ঠ।
নওগাঁর সাপাহারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার মডেল মসজিদে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ১০০ কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। এখানে বিশেষ অতিথি ছিলেন সাপাহার উপজেলা জামায়াতের আমীর আবুল খায়ের তরুন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন,‘আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। সুতরাং তোমাদের ইসলামি আদর্শে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের শিবিরের আরো বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরাজ খান