
হাতিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক অঙ্গনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ক্লাবের কার্যনির্বাহী পরিষদের ১১ সদস্যের মধ্যে ৮ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। নেতৃত্বের অভাব এবং ক্লাবের সাম্প্রতিক কর্মকান্ড নিয়ে সভাপতির উপর অসন্তোষ প্রকাশ করে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শুক্রবার (২৩ মে) বিকেলে পদত্যাগের পরিপ্রেক্ষিতে এক জরুরী সভার আয়োজন করা হয়। সভায় সদস্যদের দাবির কারণে আহবায়ক জিএম ইব্রাহীম পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।
পদত্যাগকারী সদস্যদের মধ্যে রয়েছেন সহ সভাপতি মুহাম্মদ সাখাওয়াত হোসেন, সাধারন সম্পাদক জি এম ইব্রাহিম, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ কেফায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক-১ জিল্লুর রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক-২ তাজুল ইসলাম তসলিম, কোষাধ্যক্ষ আকতার হোসেন, কার্যকরী সদস্য হানিফ উদ্দিন সাকিব, কার্যকারী সদস্য মো: জাকের হোসেন।
পদত্যাগ পত্রে তারা অভিযোগ করেন, “সাম্প্রতিক সময়ে ক্লাবের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা থেকে সরে গেছে। সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে একচেটিয়া সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে সহ সাধারণ সম্পাদক পদত্যাগকারী মুহাম্মদ কেফায়েতুল্লা জানান, ১০ জানুয়ারী থেকে চারটি মাস গত হলেও উক্ত কমিটি হাতিয়া প্রেসক্লাব বা সাংবাদিকদের কল্যানে কোন ধরণের কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যা সংবাদকর্মীদের জন্য অবমাননাকর ও হতাশাব্যঞ্জক। আমি উক্ত কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েও ব্যর্থতার দায়ভার নিতে পারছিনা বলে অনাস্থা জ্ঞাপন করে অদ্য পদত্যাগের ঘোষণা করছি।
হাতিয়া প্রেস ক্লাবের আহবায়ক জি এম ইব্রাহীম বলেন, গত ১০ জানুয়ারী ২০২৫ ইং একটি নির্বাচনের ব্যবস্থা করেন। অনেক আশা আকাঙ্খা নিয়ে সদস্যরা নির্বাচনে অংশ নিয়ে একটি কমিটি নির্বাচিত করেন। নির্বাচন পরবর্তী উক্ত কমিটি অচল অবস্থায় রয়েছে। চারটি মাস গত হলেও উক্ত কমিটি হাতিয়া প্রেসক্লাব বা সাংবাদিকদের কল্যানে কোন ধরণের কার্যকর ভূমিকা রাখতে পারেনি। যা সংবাদকর্মীদের জন্য অনেক অবমাননাকর ও হতাশাব্যঞ্জক। উক্ত কমিটির তথা কথিত ফলাফলে ব্যর্থতার দায়ভার নিতে পারছেনা বলে অনাস্থা জ্ঞাপন করে পদত্যাগ পত্র জমা দেন। তারই পরিপ্রেক্ষিতে আজ সকলের উপস্থিতে এক জরুরী সভায় হাতিয়া প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এদিকে এই পদত্যাগের ঘটনায় ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাধারণ সদস্যরা দাবি করেছেন, দ্রুত নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করে ক্লাবের কার্যক্রম সচল রাখতে হবে।
রাজু