
নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত আইন ও ধারাসমূহ বাতিলের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) জুমার নামাজের পর কুমিল্লা টাউন হল মাঠ থেকে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মহানগর হেফাজতের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুনীরুল ইসলাম।
তিনি বলেন, “এ দেশে ৯০ ভাগ মানুষ মুসলমান। কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। নারী সংস্কার কমিশনের নামে যে প্রস্তাব এসেছে, তা বাতিল করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহানগর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান, মুফতী মুজাম্মেল হোসেন, মুফতী নাঈমুল ইসলাম, মাওলানা জামিল আহমেদ আশরাফী, হাফেজ আমানুল্লাহ মুন্সী, মাওলানা সফিউল্লাহ, মুফতী ইয়াকুব, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা আহসান হাবীবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নুসরাত