
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে মাযদা গাড়ির কিছু নির্দিষ্ট মডেলে প্রযুক্তিগত ত্রুটির কারণে এখন ক্ষতিপূরণ পাচ্ছেন ভোক্তারা। গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম 'মাযদা কানেক্ট'-এ GPS, ফোনকল, মিউজিক ও রিভার্স ক্যামেরা চালু থাকা অবস্থায় বারবার স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এতে চালকের মনোযোগ বিভ্রান্ত হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
এই সমস্যার কারণে Mazda 2, 3, 6 এবং CX-3, CX-5, CX-9 মডেলের গাড়ির মালিকরা মামলা করেন। ফলস্বরূপ, মাযদা কোম্পানি আদালতের বাইরে একটি সমঝোতায় পৌঁছে যায়।
কি ক্ষতিপূরণ মিলবে?
- মাযদার পক্ষ থেকে দুই ধরনের সুবিধা দেওয়া হচ্ছে:
- গ্যারান্টির সময় ২৪ মাস বাড়ানো হবে।
- আগে যারা নিজের খরচে মেরামত করিয়েছেন, তারা সর্বোচ্চ ১,৭৫০ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন।
কারা পাবেন এই সুযোগ?
যারা যুক্তরাষ্ট্রে এই মডেলের মাযদা গাড়ি কিনেছেন এবং যাদের কাছে ত্রুটির প্রমাণ বা মেরামতের রসিদ আছে, তারা এই ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন।
শেষ সময়:
- আপত্তি জানাতে পারবেন: ২ জুলাই ২০২৫ পর্যন্ত
- ক্ষতিপূরণের আবেদন করা যাবে: ১ আগস্ট ২০২৫ পর্যন্ত
- যারা এই সুযোগ নিতে চান, তাদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আবেদন করতে হবে।
গাড়ির ত্রুটি আপনার দায় নয় — মাযদা দিচ্ছে ক্ষতিপূরণ, সুযোগ থাকতেই আবেদন করুন।
এসএফ