
ছবি: সংগৃহীত।
পূর্বপুরুষ ইতালীয় হলেও বিদেশে জন্ম ও বসবাস করলে আর আগের মতো সহজে মিলবে না ইতালির নাগরিকত্ব। বুধবার ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ একটি সংশোধিত আইন পাস করেছে। এখন তা উচ্চকক্ষ সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন শেষে সরকারি গেজেটে প্রকাশের পর কার্যকর হবে নতুন এই আইন।
ইতালির পুরোনো আইন অনুযায়ী, যারা রক্তসূত্রে (jus sanguinis) ইতালীয় ছিলেন, তাদের বংশধরেরা বিদেশে জন্মালেও নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখতেন। ১৯৯২ সাল থেকে এই সুবিধা চালু ছিল দুই প্রজন্ম পর্যন্ত—যাদের অন্তত একজন পিতা-মাতা বা দাদা-দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন।
নতুন আইনে সেই সুবিধার পরিসীমা সীমিত করা হয়েছে। ফলে এখন থেকে বিদেশে বসবাসরত অনেক ইতালীয় বংশোদ্ভূত নাগরিক আর সহজে এই সুবিধা পাবেন না।
লন্ডনে বসবাসরত ইতালীয় কমিউনিটির প্রতিনিধি গোলাম মাওলা টিপু বিষয়টি নিয়ে মন্তব্য করেন, “পৃথিবীর বিভিন্ন দেশে বহু ইতালীয় অনেক বছর আগে প্রবাসে পাড়ি জমিয়েছেন। অনেকেই ইতালি না এসেও ব্রাজিল থেকে পাসপোর্ট নিয়ে লন্ডনে স্থায়ী হয়েছেন। অথচ তারা ইতালির সমাজ ও অর্থনীতিতে কোনো অংশগ্রহণ করছেন না।”
তিনি বলেন, “আমি চাই নাগরিকত্বের সুযোগ দেওয়া হোক, তবে তারাও যেন ইতালিতে বসবাস করে, দায়বদ্ধ থাকে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখে। নাগরিকত্ব যেন কেবলমাত্র ইউরোপে সহজে চলাফেরার হাতিয়ার না হয়।”
তবে ২০২৪ সালের ২৭ মার্চ মধ্যরাতের আগে যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তারা আগের আইন অনুযায়ী নাগরিকত্ব পাবেন বলে জানানো হয়েছে।
নুসরাত