ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

নাসিবের আয়োজনে গাইবান্ধায় শুরু হলো পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলা

মোঃ রাহুল ইসলাম রুবেল, গাইবান্ধা

প্রকাশিত: ০৭:৩৪, ২৪ মে ২০২৫

নাসিবের আয়োজনে গাইবান্ধায় শুরু হলো পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলা

ছবি: সংগৃহীত

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব), গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গতকাল শুক্রবার বিকেল (২৩ মে) ‘উদ্যোক্তা মেলা-২০২৫’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত এই মেলায় ৬০টি স্টল স্থান পেয়েছে, যেখানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিসিক গাইবান্ধা জেলা এজিএম আব্দুল্লাহ আল ফেরদৌস, যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধা সদর উপজেলা সহকারী কর্মকর্তা হামিদুল ইসলাম, নাসিব গাইবান্ধা জেলা সভাপতি ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন, নারী উদ্যোক্তা কাউন্সিল সভাপতি মাহাবুবা সুলতানা, নাসিব সচিব সিফতান আহমেদ খান, পরিচালক গোলাম কিবরিয়া, তন্নী, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তারা।

মেলাটি আগামী ২৭ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এই মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পাচ্ছেন এবং নতুন বাজার ও ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছেন, যা স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

রাকিব

×