ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য

ক্ষমা চাইতে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ১২:০৬, ২৪ মে ২০২৫; আপডেট: ১২:০৬, ২৪ মে ২০২৫

ক্ষমা চাইতে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

ছবি: সংগৃহীত।

হাইকোর্ট সম্পর্কে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন সারজিস আলমের বিরুদ্ধে এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, সারজিস আলম যেন হাইকোর্ট নিয়ে করা মন্তব্যের জন্য লিখিত ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চান।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণে কোনো বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট।

এই রায়ের পরপরই সারজিস আলম নিজের ফেসবুক পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন— “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কী?”

সূত্র: https://www.youtube.com/watch?v=zYASeO9RIWo&ab_channel=KalbelaNews

নুসরাত

×